যে দেশে এত নারী নেতৃত্ব সে দেশে কেন এত নারী ধর্ষণ?

লিখেছেন লিখেছেন প্রজন্ম ২১ মার্চ, ২০১৩, ১২:০৪:৫৮ দুপুর

যে দেশে নারী সরকার ,

যে দেশে নারী বিরোদী দলীয় নেত্রী,

যে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী নারী

পর রাষ্ট্র মন্ত্রী নারী

অছেন নারী সংসদ সদস্য ,

সে দেশে কেন এত নারী ধর্ষণ ? নারী নির্যাতন ?

কেন ? কেন ? কেন ?

তাহলে কি তারাও ধর্ষণকে ভালবাসে ?????

নাকি তারা নিজেরে কোন সময় ধর্ষিত হয়েছিল বলে ,ধর্ষণটাকে খুব সহজ ভাবে মেনে নিতে শিখে গেছে !!!!

নারী নেত্রী হয়ে যারা দেশ থেকে নারী নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ নিতে পারে না তাদের কেও ধর্ষণ করা উচিত নয় কি !!!!!!!!

এর চাইতে জগন্য বাক্য ব্যবহার করলেও তাদের বোধদয় হবে না ।

তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমতা থাকা সত্যেও তোরা মা হয়ে মেয়ের ধর্ষণের বিচার করতে পারিস না ,তোরা মা জাতির কলংক । নাবালিকা মেয়েকে গন ধর্ষণের কি যন্ত্রনা তোরা অনুভব করতে পারিস না , তোরা মা জাতির কলঙ্ক ।

মায়ের সামনে মেয়েকে ধর্ষণের কি নির্মমতা তোরা মা হয়ে বুঝতে পারিস না , তোরা মা জাতির কলঙ্ক ।

আমি পুরুষ বলে নিজেকে চরমভাবে ঘৃনা করি যে , আমার মত কোন জানোয়ার তার বোনকে ধর্ষণ করতে বিবেকে বাঁধে না !!!

এমন জানোয়ার কোন মায়ের সন্তান নয় ,তাদের প্রকাশ্যে প্রত্যকেটি অঙ্গ কেটে কুকুর দিয়ে খাওয়ানোর দরকার ।

তাহলেই কেবল মা বোনদের প্রতি নির্যাতন বন্ধ হবে ।

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File