যাহা বলিব সত্য বলিব-সত্য বলিয়া মিথ্যা বলিব না

লিখেছেন লিখেছেন প্রজন্ম ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৯:৫২ সন্ধ্যা

বিবিকের কাছে প্রশ্ন রইল আওয়ামীলীগ , বি এন পি, জামায়াতে ইসলামী কোন পার্টি দেশের জন্য উপযুক্ত ? আমার মতে একটাও না,যারা উপযুক্ত আমরা তাদের কেও ভোট দেয় না । ছাত্রলীগ , ছাত্র দল ,শিবিরের দল ভুক্ত কোন বীর পালোয়ান আমার প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নাই। আপনাদের যতই আমি খারাপ মনে করিনা কেন তবু আপনাদের একটা গুনের কথা নতশিরে স্বীকার করি ,তা হল আপনারা হলেন পোষা কুকুর।প্লিজ রাগ করবেন না আমি তো আপনাদের বেওয়ারিশ কুকুর বলিনি । পোষা কুকুরের কিছু গুন আপনাদের আছে বলেই আপনাদের পোষা কুকুর বলেছি ।পোষা কুকুর হল প্রভু ভক্ত। মরণ এলেও প্রভুকে বিপদে ফেলে পোষা কুকুর চলে যাবেনা । রাত জেগে মনিবের জান মাল হেফাজত করা পোষা কুকুরের আর একটি মহৎ গুন। যা আপনাদের মাধ্যেও আছে। মনিবের চরিত্র নিয়ে কুকুর কেন চিন্তা করবে ! হাড্ডি,ভাতের মাড়,আর খোলা টয়লেট যে বাড়িতে থাকবে সে বাড়ীতে কুকুর পোষ মানতে বাধ্য । বাংলাদেশ রাজনীতির পোষা কুকুর গুলো এসব উন্নত খাবার পেয়ে এমন পোষ মেনেছে যে মরে গেলেও দল ছাড়তে রাজি নয় । দলের স্বার্থে কুকুর গুলো তাদের বিষাক্ত দাঁত দিয়ে একে অন্যকে কামড়েতে কামড়াতে মেরে ফেলবে তবু ক্ষান্ত হবে না। বাজারের বেওয়ারিশ কুকুর গুলো তাদের একটা গুন বাংলাদেশ রাজনীতির পোষা কুকুরদের না দিতে চাইলেও অনেক সংগ্রাম করে আয়ত্য করে নিয়াছে তারা । বাজারের বেওয়ারিশ কুকুর বাজারের নিদৃস্ট একটা রোডের কিছু অংশ তার নিজের দখলে রাখে ।নিজেকে সে ঐ এলাকার বাদশা মনে করে । বাদশাহী প্রতিস্টা করতে তার সীমানায় অন্য কুকুরদের দেখা মাত্র ঝাপিয়ে পরে সে । দখলদারিত্তের গুনের দিক থেকে বেওয়ারিশ কুকুরের চাইতে রাজনীতির কুকুর গুলো একটু শিক্ষিত। তারা ভার্সিটির হল দখল করে। তারা দাঁত দিয়ে কামড় দেয় না,গুলি করে মারে,কুপাইয়া মারে।

প্লিজ সাধারন মানুষদের বলছি ,আপনাদের আশে পাশে যে সব মানুষ নামধারী রাজনীতির পোষা কুকুর আছে তাদরে সাবধান করে জানিয়ে দিন দখল করা রোড ঘাট তাদের বাপ দাদার নয় । ভার্সিটি গুলো কুকুরদের জন্য তৈরি করা হয়নি। যদি কোন কুকুর আমার লেখা পড়ে ক্ষিপ্ত হয়ে যাও,আমার পা বাড়িয়ে দেব একটা কামড় দিয়ে যেও। আর যদি বিবেকে একটু নাড়া দেয় তবে মানুষের জীবনে ফিরে এসো।

বিষয়: রাজনীতি

১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File