আগে যাচাই করুন পরে বলুন
লিখেছেন লিখেছেন আশরাফ ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৯:৩৬ সন্ধ্যা
যে কোন বিষয়ে আগে নিজে যাচাই করুন পরে বলুন প্লিজ। যারা অন্ধকারে বসে মন্তব্য করে তাদের দরকার আগে জানা। ৭১ সালে যাদেরকে যুদ্ধাপরাধী বলে ফলাও করে প্রচার করা হচ্ছে এবং ধার করা স্বাক্ষি নিয়ে মামলার রায় প্রকাশ করা হচ্ছে সেই ধার করা স্বাক্ষীদের বয়স পরীক্ষা করে দেখা দরকার ৭১ সালে তার বয়স কত ছিল। ধার করা কথা অনেকই বলা যায়। যদি তারা সত্যই এই অপরাধে অপরাধী হয় তাহলে আমরাও তাদের শাস্তি চাই কিন্তু যদি তা না হয় তাহলে এই দুনিয়াতে হয়তো বাচতে পারবেন এটা নিশ্চিত কিন্তু পরকালে কোন পুলিশ, উকিল, মুক্তার আপনাদেরকে বাঁচাতে পারবে না। যারা দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া দেয় তারা যে কতটা শান্তলীগ সেটা বলার অপেক্ষা রাখে না। পুলিশের হাত হতে ম্যাচ ও পেট্রোল কারা নিয়ে গাড়ীতে আগুন দেয় তা জনগণের কাছে পরিস্কার। এখন দরকার শুধু দেশের আপামর জনগণ ও সভ্য সমাজকে জেগে উঠা তা না হলে দেশ গনতন্ত্র হতে একনায়কতন্ত্র হতে সময় লাগবে না। লীগের সন্ত্রাসীরা ধরা পড়লে পুলিশ তাদের ছেড়ে দেবার জন্য পায়তারা করে তবে এই পুলিশদের ও মনে রাখা দরকার এ মাঘে কিন্তু শীত যায়না। সময় ফিরে আসবে তখন বান্দরবনেও গিয়েও শান্তি পাবিনা পুলিশলীগ। বাংলার ইতিহাসে এমনটি আগে কখনো ঘটেনি যা এখন ঘটছে। আবার বলা হচ্ছে বিএনপি কিছুই তো বলছে না। বললেও দোষ না বললেও দোষ।
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন