৭১ এ পরাজিত শত্রুরা এই কায়দার চেষ্টা করেছিল

লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ০৮ মার্চ, ২০১৩, ০৯:৫৩:২১ সকাল

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শেষ সময় এসে যখন পাক ও এদেশীয় দোসররা দেখল আর বাংলাদেশের জন্ম ঠেকানো যাচ্ছে না তখন তারা শুরু করল বুদ্ধিজীবি হত্যা, বাড়ী ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, সংখ্যালঘু হত্যা ইত্যাদি কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। আজো দেশে একটি অপশক্তি যারা এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মুখে মুখে বললেও মনে প্রাণে বিশ্বাস করে না তারা আজ মাথা চাড়া দিয়ে মরন কামড় দেবার চেষ্টা করছে। তারা নির্বিচারে সরকারি সম্পত্তি নষ্ট করছে, রাস্তার পাশে থাকা থাকা প্রকৃতির নিরব বন্ধু গাছ হাজার হাজার গাছ কেটে রাস্তা অবরোধ করছে, সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধদের বাড়ি ঘর তাদের উপাসনালয় ভাংচুর করছে। অথচ দোষ দিচ্ছে সরকারের।

ভাগ্যের কি নির্মম পরিহাস সেই ধ্বংসযজ্ঞর জন্য সরকারকে দায়ী করছে দেশের প্রধান বিরোধী দলীয় নেত্রী। জামাতের পক্ষে হাজার কথার ছাফাই গাইলেও পুলিশের পক্ষে একটি কথাও বললেন না। অথচি তিনি সেই পুলিশ বাহিনীর নিরাপত্তায় চলাফেরা করেন। কিছু দিন আগেও যিনি ও তার অন্যান্য নেতারা জামাতের ধ্বংসাত্বক কর্মকান্ডের সাথে তারা একমত নয় মর্মে ঘোষনা দিলেও আজ একে অপরের পক্ষে কথা বলছে। বিএনপি ও ১৮ দলীয় জোটের গত ২ দিনের হরতাল দেখে অকেটাই হাড্ডিসার বলদ আর ভোতা লাঙ্গলের মত মনে হয়েছে। এ থেকে এটা বিষয় পরিস্কার বিএনপির কথায় আগে জামাত চলত এখন জামাতের কথায় বিএনপি চলছে। জামাতের হরতালে দেশের গায়ে যে ধাক্কা লেগেছে বিএনপির বা জোটের হরতালের তাদের মাঠেই দেখা যায়নি। এখানে জামাতও গাছাড়া ভাব কারন জামাতের হরতালে বিএনপি শুধু নৈতিক সমর্থন দিয়েছিল তেমনি জামাতও জোটের হরতালে নামে মাত্র মাঠে ছিল। জোটের হরতালের খারাপ কিছু হলে জামাতের ঘাড়ে যাতে আর না পড়ে জামাত সে দিকে নজর দিয়েছে।

বিষয়: রাজনীতি

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File