জামাত ছাড়ার ইঙ্গিত বিএনপির

লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৯:১৬ সকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি শাহবাগ স্কয়ারে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। এই সমর্থন জানালো মানে তারা রাজাকারের ফাঁসি চায় ও জামায়াতী ইসলামী দলের নিবন্ধন বাতিল চায়। শাহাবাগে দীর্ঘ ১১ দিন ধরে চলা আন্দোলণ বিএনপি প্রথমে সরকারী দলের বলে চালিয়ে যখন দেখল এটা সাধারণ জনগণের তখন তাড়াতাড়ি সেটার দিকে সমর্থন দিয়েছে। যেহেতু শাহাবাগ স্কয়ারে আন্দোলণকারীরা রাজাকারের ফাঁসি চায় ও জামাত দলের নিবন্ধন বাতিল চায় সেখানে বিএনপির নৈতিক সমর্থন প্রকৃত শাহাবাগের গণজোয়ারে কাতারে দাড় করালো। অপর দিকে জামায়াতী ইসলামী দলের এখন পর্যন্ত বিএনপির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানা যায়নি।

বিষয়: রাজনীতি

১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File