শাহাবাগ স্কয়ারে এবার যোগ দিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
লিখেছেন লিখেছেন জানজাবিল ব্লগিং ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৭:০৪ সন্ধ্যা
আজ রোববার বেলা দেড়টার দিকে মুশফিক, মাশরাফি, আশরাফুল, রাজ্জাক, নাসির, ইলিয়াস সানিসহ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা গিয়েছিলেন অন্য এক লড়াইয়ে; প্রতিবাদের লড়াইয়ে। শামিল হয়েছেন শাহবাগে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে সোচ্চার জনতার কাতারে।
মঞ্চে উঠে হাতে হাত ধরে একাত্মতা প্রকাশ করেন জাতীয় দলের ক্রিকেটারেরা। তাঁদের একাত্মতা প্রকাশকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান গণজোয়ারে শামিল যোদ্ধারা।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে দুরন্ত রাজশাহী ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। দলের অলরাউন্ডার জিয়াউর রহমান সেখানে বলেন, ‘প্রজন্মের দায়ভার নিয়ে আমরা এসেছি। যুদ্ধাপরাধীদের ফাঁসির যে দাবি দেশের জনগণ তুলেছে, তার সঙ্গে আমরা একমত।’
বিষয়: রাজনীতি
১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন