১৪েফব্রুয়ারী,প্রজন্ম চত্তর ো অাগামী
লিখেছেন লিখেছেন মাহা ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৭:০৯ সকাল
কাল ভালোবাসা দিবস। প্রজন্ম চত্তরে চলছে জয় বাংলার মিলন মেলা। আমার অনেক বন্ধু যারা আওয়ামী লীগের ঘোর সমর্থক তারাও আজ দারুন মর্মাহত তাদের সরকারের বানানো কানুনের বিপরীতে সরকারের মদদে রাস্তায় তাদের সমর্থক কতিপয় লোকের খেলাখেলিতে। কি ভেল্কি না দেখাতে পারে তারা!যেনতেন ভাবে সরকারে থাকতে হবে, আগামীতে জয় পেতে হবে, সেজন্য ব্যর্থতা আড়াল করতে কতো না নাটক করে জাতিকে বোঝাচ্ছে যে আমরা দেশ কে কলংকমুক্ত করবো, আওয়ামী লীগ ও তার সমর্থক দলগুলো ছাড়া বাকীদের জন্য বাংলাদেশ নয়। হাসিনার বাবা দেশরে স্বাধীন করেছেন নিজে নিজে সেজন্য তার মেয়ে ব্যাতীত আর কারো কোনো হক থাকতে পারে না। খালেদা জিয়া আবারো সালাম যে তিনি তাদের ভন্ড পথে হাটেন নি। তিনি শহীদ জিয়ার সহধর্মীনি হিসেবে দেশের স্বার্থে হঠকারী আন্দোলন হতে নিজ দল ও দেশবাসীকে নিরাপদ দূরত্বে রেখেছেন। ধিক্কার তাদের যারা মানবতা অপরাধের বিচারের নামে চরম নোংরা রাজনীতি করছেন। আজ তারা যদি সকল দল ও মতের লোকদের কে নিয়ে সত্যিকার ও স্বাধীন বিচার নিশ্চিত করতে পারতো পুরা জাতির বাহবা তারা পেত, কিন্তু তারা করছে শফিক-কামরূল বানানো আওয়ামী বিপরীত শক্তি হনণ প্রক্রিয়া। বলতে দ্বিধা থাকতে পারে না আজ যারা ছাত্রলীগের নেতা তারা কি বলতে পারবে যে তারা কখনো তাদের বেঝা বয়স হতে দেখেছে জামাত-শিবিরের কোনো নেতা কর্মীকে কোনো ধর্ষণ, খুন বা মানবতা বিরোধী অপরাধ করতে, নিশ্চিত না , কিন্তু তারা দেখেছে সেন্চুরী মানিককে,বৈঠা দিয়ে মানুষ হথ্যা করা হিন্দু বাবুটিকে যারা সকলে বাআলী! লোক। নতুন প্রজন্ম চায় তীত হতে শিক্খা নিতে ও নতুন সমৃদ্ধ আগামী গড়তে। বাংলাদেশের মানুষ মাফ করতে জানে। দরকার হলে আবার আপনাদের নেত্রীকে বেশ পাল্টিয়ে মিথ্যা ছলনা করে ব্যর্থতা স্বীকার করে মাফ চাওয়ান জাতি হয়তো মাফ করলেও করতে পারে তবও প্লিজ দেশ ধ্বংস কারী নাটক বন্ধ করূন আমাদের কে ভবালো থাকতে দিন।
বিষয়: রাজনীতি
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন