হায়রে আওয়ামী লীগ
লিখেছেন লিখেছেন মাহা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৫:২২ দুপুর
বর্তমান আওয়ামী লীগের নের্তৃত্বে কারা? পাঠক সামান্য খেয়াল করলে দেখতে পারবেন যারা প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন তারা সামান্য কয়েকজন বাদে সকলে হয় বাদ বা দুরে আছেন। আজ কাদের সিদ্দিকী, নুরে আলম, আকতারুজ্জামান, মান্নার মতো নেতারা কেন আওয়ামী লীগের হতে দূরে? আজ কোথাকার কে হানিফের মতো লোককে দেখা যায় মূখপাত্রের রূপে! কি তার পরিচয়, রাজনৈতিক/বংশীয় পরিচয়? আমার অনেক আওয়ামী বন্ধুকে জানতে চেয়েও পারিনি। যার কথা বার্তা সাধারন ওয়ার্ড পর্যায়ের নেতার মতো মনে হয় না সে-কিনা আওয়ামী লীগের মূখপাত্র! বাংলাদেশের প্রাচীণ তম দলটির জন্য কি দু:খজনক নয়!স্বরাষ্ট্রমর্ন্তী মানে মনে হয় হতাশা আর তামাশার অন্য নাম। সাহারা আর ম.খার কাছে দেশটা যেন গর্ধবের খোয়ার। যতসব মিথ্যা আর আজগুবি মন্তব্য করা, কারনে-অকারনে বিরোধী দলকে দোষ দেয়া ও জেলে পাঠানোর জন্য মনে হয় তারা মন্ত্রী হয়েছেন। জনৈক হিন্দু পুলিশ কর্মকর্তা তো বিরোধী জয়নাল সাহেবকে মেরে হিরো বনে গেছেন। দলে তোফায়েল সাহেবের মতো লোকেরা বাতিলের খাতায় থাকলেও তাদের প্রিয় নেতা মুজিবকে পশুর চেয়ে অধিক গালি দেওয়া মতিয়ারা বড্ডো জরূরী আওয়ামী লীগের জন্য। আবার তারা ডিজিটাল বলে নিজেদের। বর্তমান আওয়ামী লীগের সরকার দেশটাকে তো ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে সাথে আরেক টা বোনাস হলো-কমুনিষ্ট আওয়ামী লীগ তৈরী।আজকে যারা তরূন তারা যদি দলের প্রধানকে জানতে চান
সব দেখে শুনে আমার ব্যাক্তিগত মন্তব্য হচ্ছে- দেশ-দল গোল্লায় যাক, আমার যেন কোনো কমতি না হয়,দালাল ও চামচারা ভালো থাকুক,আমায় তোষামোদ কারী মতিয়া/হানিফরা সারা জীবন সুখে থাকুক,বিরূদ্ধচারণ কারী যতো গুরুত্বপূর্ণ হোক আমার দরকার নেহি, কারন দেশ টেশ বুঝি না নিজে ও নিজের দালালরা ভালো থাকলে আমি ও আমরা ভালো মানে আওয়ামী লীঘ।
বিষয়: রাজনীতি
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন