*********মানুষ ও কর্তব্য*********
লিখেছেন লিখেছেন শুভেন্দু ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৪:৪২ রাত
পৃথিবীতে প্রতিটি জীবেরই জন্মের পর মৃত্যু হবে - এটা চুড়ান্ত সত্য। এরই মাঝে আহার, নিদ্রা, বেড়ে ওঠা, আনন্দো-দুঃখ, ভোগ-বিলাস, সন্তান জন্মদান - এ সবই অতি স্বাভাবিক ঘটনা। এ সকল কাজে খুব বেশি কৃতিত্ত্ব আছে বলে আমি মনে করি না। কিন্তু আমরা যদি সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে নিজেকে মহৎ ও বড় প্রমান করতে চাই, তাহলে এর বাইরেও কিছু করনীয় আছে। বন্ধুরা, তোমরা কী আমাকে বলতে পার সেই করনীয় কাজগুলো কী কী?
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন