পিচ্চির প্রশ্ন

লিখেছেন লিখেছেন জামিল খান ২৫ জুলাই, ২০১৫, ০২:০৫:১৫ দুপুর

দাদু। ও দাদু। দাদউউউ। হুম; ঘুম জড়ানো দাদুর জবাব। বাস টা কোথায় থামবে? আরামবাগ। আরামবাগ! ওখানে কি বাঘরা আরাম করে? এমনি শত প্রশ্নবানে দাদুকে নাস্তানাবুদ করছিল পিচ্চিটা। আর আমরা সামনের সিটে বসে এক একটা প্রশ্ন শুনি আর হাসি। চট্রগ্রাম টু ঢাকা সফরটি ভালোই কেটেছিল।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331500
২৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সফরের বর্ণনা দিয়ে বিস্তারিত লিখুন ।
331502
২৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পিচ্চিরা এমনই হয়
331521
২৫ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৬
এ,এস,ওসমান লিখেছেন : চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সফরের বর্ণনা দিয়ে বিস্তারিত লিখুন।

চাটিগাঁ থেকে বাহার এর সাথে সহমত।
আমরা অপেক্ষায় থাকলাম।
331579
২৫ জুলাই ২০১৫ রাত ১০:২৪
আফরা লিখেছেন : শত প্রশ্নের একটা মাত্র বল্লেন !! অনন্ত ৫০ টা বলতেন পড়ে আমাদের ও ভাল লাগত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File