দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের কত্যা ব্যাক্তিদের আসু পদক্ষেপ কাম্য

লিখেছেন লিখেছেন জামিল খান ১৯ আগস্ট, ২০১৪, ০২:২৮:৫৭ দুপুর

গোল থলথলে অথবা লম্বা অবিবাহিত যুবক যুবতিদের বেরিয়ে আশা পেটের স্ফিত অপাঙ্কতেয় চর্বিটুকু smartness হানিকর বিধায় তাহা Shift + Delete করিবার দীর্ঘ লালিত একটি আকাঙ্খা আর তাহা বাস্তবায়নের জন্য নানাবিধ কার্যকলাপ। এই কার্যকলাপের অংশ হিসাবে ধানমন্ডি লেকের ধার দিয়া সন্ধার পর একটু হাটাহাটি, দৌরাদৌরি করিবার ছোট্র একটু প্রয়াশ সুচনাতেই মুখ থুবরে পরিবার উপক্রম। লাখ লাখ টাকা খরচ করিয়া সুন্দর নান্দনিক পার্ক্, রাস্তা, লেক, বিদ্যুতের লাইন, ল্যাম্প পোষ্ট সবই আছে কিন্তু লাইট গুলা কেন জানি নেই... আর এই সুজগে টিন বয়সের কপত কপতিরা...দেখিবার আমন্ত্রন...পাবলিক প্লেসে!!!...মাই স্টিক শুড স্টপ হোয়ার দেয়ার নোজ স্টার্ট। অন্তত এই টুকু তো দাবি করতে পারি ল্যাম্প পোস্টের লাইট গুলা জ্বললে চক্ষু লজ্জার খাতিরে অন্তত আমাদের চোখে চুলকানি শুরু হতনা আর আই মিন তারা এইখানে আর আসতনা....আর ইহার ফলস্রুতিতে জুনিয়র সিনিয়রদের সহিত হাটাহাটি করিতে যাইয়া আর লজ্জায় পরিতে হইত না....

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255892
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৬
কাহাফ লিখেছেন : সহিহ বাত বুইলচেন ভাইজান...........।
255903
১৯ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৫
নূর আল আমিন লিখেছেন : সহিহ কথা কৈছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File