জম্মই যেখানে আজম্ম পাপ।
লিখেছেন লিখেছেন জামিল খান ২২ মে, ২০১৪, ০১:০৫:৫৭ দুপুর
প্রচন্ড শীতের রাতে নিম্নচাপের কারনে বৃষ্টিতে ভিজতে থাকা কোন কুকুর যদি তার বাচ্চা কাচ্চা সহ আপনার বাড়ির গেটের বাইরে দাড়িয়ে চিৎকার করতে থাকে আপনি কি ওদের তাড়িয়ে দেবেন??? অন্তত গেইট টা খুলে গাড়ির গ্যারেজে তাদের একটি রাতের জন্য হলেও একটু ঠাই দিবেন।
আর উপকূলে আহত রক্তাক্ত রোহিংগা শরণার্থীরা যখন জীবন বাচানোর তাগিদে নৌকা নিয়ে আমাদের কাছে একটু আশ্রয় নিতে এসেছিল আমরা মুসলমান দাবিদার, তাহজ্জুদ কাযা নাকরা ক্ষমতাসিনরা তাদের ঠেলে সাগরে পাঠিয়ে দিয়েছিলাম ।
একটু চিন্তা করুনতো ওদের অপরাধটা কি??? অপরাধ একটাই তারা মুসলমান। তাদের মুসলমান হিসাবে জম্ম নেয়াটাই আজম্ম পাপ। একবার ভেবেছেন কি ওদের অবস্থা এমন ছিলনা। এককালের সমৃদ্ধ আরাকান আজ মুসলমানদের জন্য হাবিয়া দোজখ। কোন একদিন আজকের বাংলাদেশের সে অবস্থা হওয়া অসম্ভব কিছু না। পরিচয় তো একই আমরাও মুসলমান। আমরা যাব কোথায়??? বঙ্গোপসাগরে???
কেন যেন এই আবোল তাবোল চিন্তা গুলা মাথায় আসল বুঝলাম না ও ফেসবুকে এক ভাই একটা আর্টিকেল এর লিঙ্ক দিল তাই পরে ভাবলাম কিছু লিখি...
http://www.nytimes.com/2014/05/03/world/asia/death-stalks-muslims-as-myanmar-cuts-off-aid.html?_r=2
বিষয়: বিবিধ
১২৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন আপনি!
খুব বালের কতা কইছো। তোমাগো উচিত আছইল পাকিসতানে জম্ম নেয়া, তাইলে আরামে থাকতা।
মন্তব্য করতে লগইন করুন