ইসলামে স্ত্রীর মর্যাদা
লিখেছেন লিখেছেন চেয়ারম্যানের বউ ২৭ জুলাই, ২০১৪, ১২:১৫:৪৯ রাত
ইসলামে নারীকে "হোম মেকার"এর মর্যাদা দিয়েছে।সে হাউস ওয়াইফ নয় কারণ তাকে হাউসের সাথে বিয়ে দেয়া হয়নি।ইসলামে একজন নারীকে মনিবের সাথে বিয়ে দেয়না যে,তার সাথে ক্রীতদাসীর মত ব্যবহার করবে।
ইবনে হাম্বল এর হাদীস নং ৭৩৬,৭৩৯৬ এখানে বলা হয়েছে পরিপূর্ণ মুমিন তারাই,যারা চরিত্রে আচরনে উত্তম এবং স্ত্রীদের কাছে উত্তম।
আল-কুরআন বলে-যদি তুমি তোমার স্ত্রীকে পছন্দ নাও কর,তবু তার সাথে ভাল ব্যবহার কর।
পবিত্র কুরআনে এসেছে-"তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার কর,যদিও তোমরা তাদের কোন কিছু অপছন্দ কর,হতে পারে আল্লাহ্ এর মধ্যেই প্রকৃত কল্যাণ দান করবেন।এমনকি আপনি যদি আপনার স্ত্রীকে অপছন্দও করেন,আপনাকে তার সাথে সদাচরণ করতে হবে"।[সূরা নিসা:১৯].
ইসলামে স্বামী স্ত্রীর অধিকার সমান।ইসলামে এ ধরনের অধিকারকে আপনি আধুনিক বলবেন নাকি সেকেলে????
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুই এক্কান বাঙ্গাল মানুষ, হেইদিন কাঙালের মত এক হুজুরকে জিগাইলুম কথাডা। হেতিনি কইলো আসলে ইসলামে বেড বেডীকে সমানাধিকার দেয়া হয়নি বেডা বেডির মধ্য যার যতটুকু অধিকার তারে ততটুকু দেওন অইছে। কুনু কুনু ক্ষেত্রে বেডারে অধিকার বেশী দিছে আবার কোথাও বেডীরে বেশী তরক্কি দিছে।
আসলে কথাডা কি হাঁচা?
মন্তব্য করতে লগইন করুন