বিচারক তিন শ্রেণীর, তার মধ্যে দু'শ্রেণী জাহান্নামী!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম প্রফেসর এ্যাকাউন্টিং বিআইইউ ১১ ডিসেম্বর, ২০১৩, ০৪:৫৯:১৬ বিকাল
হযরত বুরায়দা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, "বিচারক তিন
শ্রেণীর, তার মধ্যে দু'শ্রেণীর বিচারক
জাহান্নামী এবং এক শ্রেণীর বিচারক
হবে জান্নাতী।
প্রথম প্রকার বিচারক তাঁরা,
যারা সত্যকে জানে এবং সত্যের সাথেই বিচার
ফায়সালা করে, তাঁরা জান্নাতী।
দ্বিতীয় প্রকার সেসব বিচারক,
যারা সত্যকে জানে কিন্তু তদানুযায়ী বিচার-
ফায়সালা করে না বরং জুলুম করে,
তারা জাহান্নামী।
তৃতীয় প্রকার বিচারক তারা,
যারা সত্যকে জানেও না এবং সে অজ্ঞতা নিয়েই
মানুষের বিচার-ফায়সালা করে,
তারা জাহান্নামী।"
(সুনানে আবু দাউদ; বুলুগুল মারাম, হাদীস
নং-১৪০১)
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন