গৌরব এবং লজ্জা

লিখেছেন লিখেছেন আমি বাঙ্গালী ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২০:১১ সকাল

আমি গর্বিত আমি বাঙ্গালী কারণ আমি আমার সকল অধিকার আদায় করে নিয়েছি।মাকে 'মা' বলার আধিকার আদায় করতে আমাকে রক্ত দিতে হয়েছে। আমি সেই বাঙ্গালী যে ৩০ লক্ষ রক্ত আর ২ লক্ষ সম্ভ্রম দিয়ে কিনেছি এই বাংলা। কারো দয়ায় নয়। আমি বীর।আমি গর্বিত। আমি লজ্জিত আমি বাঙ্গালী কারণ আমার ৩০ লক্ষ রক্ত আর ২ লক্ষ সম্ভ্রমকে যারা ভূলুন্ঠিত করেছে, যারা এই রক্তকে অপবিত্র করেছে, এই রক্তের উপর দাড়িয়ে অট্টহাসিতে মেতে উঠেছে তাদের বিচারের জন্য আমাকে ৪১ বছর অপেক্ষা করতে হয়েছে! আজ আমাকে রাজপথে নামতে হয়েছে ঔ জানোয়ারদের বিচারে রায় নিয়ে। আমি লজ্জিত। আমি বাঙ্গালি, আমি রক্ত দিতে জানি। দরকার হলে আরো রক্ত দেবো। কিন্তু আমার মাটি অপবিত্রকারীদের কিছুতেই ছাড় দেবো না।

বিষয়: রাজনীতি

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File