ক্রিকেট ভদ্র মানুষের খেলা, আজকের পর থেকে এই প্রবাদ ভুল প্রমানিত হবে..

লিখেছেন লিখেছেন লেখক ভাই ১৯ মার্চ, ২০১৫, ০৬:৫৭:৫৭ সন্ধ্যা

সেই সকালে ঘুম থেকে উঠে বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হওয়ার আগেই টিভি সেটের সামনে বসেছিলাম। জানতাম আজ বাংলাদেশ ভাল খেলবে, ভেবেছিলাম আজও জিতবে। কিন্তু এটা একদমই ভাবতে পারিনি, আইসিসি এভাবে নির্লজ্জভাবে ভারতকে জিতিয়ে দিবে।

সত্যকথা বলতে ভারত আজ কোন ভাবেই জেতেনি। জেতার মতো খেলাও ভারত খেলতে পারেনি। ভারত শুধু খেলেছে, আইসিসি তাদের জিতিয়ে দিয়েছে। আর জিতেছে আইসিসির অনৈতিকতা।

মানুষ মারা অপরাধ জানি, কিন্তু আজ মনে হচ্ছে মাঠের ওই দুই আম্পায়ার, থার্ড আম্পায়ার ও ম্যাচ রেফারীকে যদি কেটে টুকরা টুকরা করে নেড়ি কুত্তা দিয়ে খাওয়ানো হয় তবে কোন অপরাধ হবে না!

মানুষ শয়তানের রূপ ধারন করে, খেলার মাঠেও সেটা হতে পারে, কিন্তু খেলার মাঠে এতটা শয়তান, এতটা জোচ্চর কিভাবে হয় তা বুঝে আসেনা! বাংলাদেশ ক্রিকেট দল হারেনি, হেরেছে ক্রিকেটের সততা। বলা হতো ক্রিকেট ভদ্র মানুষের খেলা, কিন্তু আজকের পর থেকে এই প্রবাদ ভুল প্রমানিত হবে।

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309835
১৯ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩৩
অনেক পথ বাকি লিখেছেন : এইসব আজাইরা বায়াসড খেলা দেখে সময় নষ্ট করার সময় আমার নেই।
309836
১৯ মার্চ ২০১৫ রাত ০৮:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : এটা কি ধরণের পোস্ট রে ভাই!!!!!


বিশ্বকাপের শুরুতে শেখ হাসিনা এবং মোদীর
ফোনালাপে এটাই কি বলা হয়েছিল? যেকোন মূল্যে বিজয় চাই, আমরা আপনাদের স্রষ্টা, স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে হার বড্ড বেমানান, তাই হারিয়ে দিলে মন খারাপ করবেন না। তাছাড়া ৭১এ আপনাদের জন্য আমাদের অবদান ভুলে গেলে চলবে? সো, একটু মানিয়ে নিন না!
309844
১৯ মার্চ ২০১৫ রাত ০৮:২৩
নূর আল আমিন লিখেছেন : ক্রিকেট এখন ভারতের মতো কুকুরদের খেলা
309852
১৯ মার্চ ২০১৫ রাত ০৯:২৬
শরাফতুল্লাহ লিখেছেন : ক্রিকেট এখন দুর্নীতি আর টাকার খেলা।
309860
১৯ মার্চ ২০১৫ রাত ১০:১৪
আবু জারীর লিখেছেন : ICC, ICT & CEC একই পথের পথিক।
309878
১৯ মার্চ ২০১৫ রাত ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্রিকেট এখন ভারতের টেবিলের খেলা!!
309944
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Thinking? It Wasn't Me! ভদ্রতা ফিরে আসবে যেদিন শেখ হাসিনা ভদ্রতা শেখাবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File