ক্রিকেট ভদ্র মানুষের খেলা, আজকের পর থেকে এই প্রবাদ ভুল প্রমানিত হবে..
লিখেছেন লিখেছেন লেখক ভাই ১৯ মার্চ, ২০১৫, ০৬:৫৭:৫৭ সন্ধ্যা
সেই সকালে ঘুম থেকে উঠে বাংলাদেশ-ভারত ম্যাচ শুরু হওয়ার আগেই টিভি সেটের সামনে বসেছিলাম। জানতাম আজ বাংলাদেশ ভাল খেলবে, ভেবেছিলাম আজও জিতবে। কিন্তু এটা একদমই ভাবতে পারিনি, আইসিসি এভাবে নির্লজ্জভাবে ভারতকে জিতিয়ে দিবে।
সত্যকথা বলতে ভারত আজ কোন ভাবেই জেতেনি। জেতার মতো খেলাও ভারত খেলতে পারেনি। ভারত শুধু খেলেছে, আইসিসি তাদের জিতিয়ে দিয়েছে। আর জিতেছে আইসিসির অনৈতিকতা।
মানুষ মারা অপরাধ জানি, কিন্তু আজ মনে হচ্ছে মাঠের ওই দুই আম্পায়ার, থার্ড আম্পায়ার ও ম্যাচ রেফারীকে যদি কেটে টুকরা টুকরা করে নেড়ি কুত্তা দিয়ে খাওয়ানো হয় তবে কোন অপরাধ হবে না!
মানুষ শয়তানের রূপ ধারন করে, খেলার মাঠেও সেটা হতে পারে, কিন্তু খেলার মাঠে এতটা শয়তান, এতটা জোচ্চর কিভাবে হয় তা বুঝে আসেনা! বাংলাদেশ ক্রিকেট দল হারেনি, হেরেছে ক্রিকেটের সততা। বলা হতো ক্রিকেট ভদ্র মানুষের খেলা, কিন্তু আজকের পর থেকে এই প্রবাদ ভুল প্রমানিত হবে।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিশ্বকাপের শুরুতে শেখ হাসিনা এবং মোদীর
ফোনালাপে এটাই কি বলা হয়েছিল? যেকোন মূল্যে বিজয় চাই, আমরা আপনাদের স্রষ্টা, স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে হার বড্ড বেমানান, তাই হারিয়ে দিলে মন খারাপ করবেন না। তাছাড়া ৭১এ আপনাদের জন্য আমাদের অবদান ভুলে গেলে চলবে? সো, একটু মানিয়ে নিন না!
মন্তব্য করতে লগইন করুন