বিএনপি নেত্রী কি কাল চুরি ও শাড়ি পড়া কর্মসূচি ঘোষণা করবেন!
লিখেছেন লিখেছেন শামস্ আমিন ০১ মার্চ, ২০১৩, ০১:৩১:৫৬ রাত
দেশ যখন লাশের বন্যায় ভাসছে তখন আমাদের ১৮ দলের মাননীয়া নেত্রী ডাকিয়াছেন সংবাদ সম্মেলন কম্মসূচি। তিনি তাহার বোড়া স্থায়ী কমিটির বলদগুলোর সাথে বৈঠক করেও তাৎক্ষণিক কোন কর্মসূচি ঘোষণা করতে পারেননি!
গত চার বছর ধরিয়া দেখিয়া আসিতেছি তাহাকে বলিতে, কটুর আন্দুলুন গড়িয়া তুলিয়া হইবে।
'সামনে এসএসসি পরীক্ষ তাই পরীক্ষার পর কর্মসূচি ঘোষণা।'
এমন করিতে করিতে আওয়ামী লীগের মেয়াদ শেষ হইল । দেশটা শেষ হইবার পথে। এখনো আমাদের সুন্দরি নেত্রী বিদেশীদের তার মেকআপের বহর দেখানোর আশায় ঘুরিচ্ছেন।
বড় জানতে ইচ্ছা করে-নেত্রী সংবাদ সম্মিলনে কিতা বলিবেন আপনি-একটা কাজ করেন আপনার অকর্মা নেতাদের পুরুষের পোশাক ছাড়িয়া শাড়ি ও চুড়ি পইরা থাকতে বলেন। পারলে আপনি মেকআপ ছাড়িয়া পুরুষের বেশ ধরেন। তাহারা মেয়ে বেশ ধরিলে আমরা অন্তত কিছুটা লজ্জ্বা থেকে বাঁচি...
মনে রাইখেন-আজ সারাদেশে ঝরে পড়া লাশ আর রক্তের
জোয়ারে হারিয়েও যেতে পারেন আপনি! আপনার দল অস্তীত্ব সংকটে পড়তে পারে।
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন