জনতার এ স্রোত তুই রুখবি কেমনে !

লিখেছেন লিখেছেন শামস্ আমিন ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৯:৩৭ রাত

ভেবেছিস, ১,২,৩,৪-এক বা দুই হালি লাশ ফেলে সাবাড় করে ফেলবি তৌহিদী জনতার ঈমান রক্ষার এ আন্দোলন! আরে, আজ যত রক্ত তুই আমার ভাইয়ের গা থেকে ঝরালি। তা দেখে আমি কেঁদেছি মনে রাখিস। তুইতো জানিস না, আমার ভাইয়ের রক্ত মাখা শরীর দেখে-আমাদের ঈমান হয়েছে রক্তের মতো লাল। আরও বেশী তেজদ্বীপ্ত, দ্বীনের শপথে উজ্জিবীত।

শোন, এ জমিনে ঝরে পড়া একটি ফোটা রক্ত ও আমরা মাটিতে পড়ে শুকাতে দেব না। প্রতি ফোটা রক্তের কড়া-গণ্ডায় হিসাব বুঝে নেব। আমরা একজনও বেঁচে থাকতে আমার ভাইয়ের পবিত্র রক্ত বৃথা যেতে দেব না। এ রক্ত ঋণের শোধ নিতে, আগামির বাংলাদেশ আমরাই গড়ব চ্যালেঞ্জ দিলাম তোকে...

তুই কি ভেবেছিস-ইসলাম আর মুসলিমরা কচু পাতার পানি। দাদার পরামর্শে ফু দিবি আর উড়ে যাবে। তোরা না হয় এদেশে ভেসে এসেছিস। কিন্তু আমরা এখানে ভেসে আসিনি।

এ মাটিই আমাদরে মা, তার গর্ভেই জন্ম মোরা বাংলা মায়ের সন্তান। তাই আমাদের বুকে লালিত-পালিত হয়ে ইসলাম ও ইসলামি আন্দোলন এদেশে থাকবে ইনশাআল্লাহ। তোরা ভেসে যাবি তবে ইসলাম কখনো মুছে যাবে না...ইসলামি আন্দোলন থেকেই যাবে বাংলার প্রতিটি ঘরে ঘরে...

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File