বেডি নিউজের খালিদের জন্য না লজ্বা-না ঘৃণা...ক্ষাণিক করুণা শুধু!
লিখেছেন লিখেছেন শামস্ আমিন ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩১:৩৮ রাত
বিডি নিউজের মূর্খতার জন্য লজ্জ্বা হচ্ছে এ কথা বলতেও আমার লজ্জ্বা লাগছে। ওরা এতটাই আবাল যে চুরি করে ধরা খাওয়ার পর চুরির পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে।
ওদের বলছি-আরে বেটা সাহস থাকেতো ডাকাতি কর। শাহবাগের গঞ্জিকাসেবিদের পুলিশ ছাড়া মাঠে নামতে বল-দেখবি দেশের দিন-মজুরা থাপরাইয়া ওদের কানপট্টি গরম করে দিছে।
তোদের সাথে জনসমর্থন থাকলে চুরি করা লাগে কেন? চুরি করস ভাল কথা আবার ধরা খাস কেন? ধরা খাইছস ভাল কথা, কিন্তু কানকাটা বেহায়ার মতো চুরিরে বৈধতা দেয়ার চেষ্টা করস কেন
আসলে বিডি নিউজের আবাল ও বাআল সম্পাদককে মানুষের সামনে নাকে খত দেওয়ানো দরকার। ওকে বলছি-শাড়ি আর চুরি পরে ঘরে বসে থাক। জনসম্মুখে মানুষ পাইলে জোতাপেটা করবে নিশ্চিত।
কি আজব কাল বিডি নিউজে করা জরিপের আপডেট রাখছিলাম আমিও । হঠাৎ দেখি ফল পাল্টে গেছে। এরপর বেরিয়ে আসে বলদদের চুরির রহস্য। আর সবার মতো আমিও বিডি নিউজে মেইল করেছি। প্রতিবাদ জানিয়েছি।
আজ তারা সে চুরিকে বৈধতা দিতে নিজেদের পক্ষে সাফাই গেয়ে উল্টো একটি নিউজ করেছে! দেখেন কতটা মূর্খ! সে নিউজটি পড়লেও কিন্তু ওদের চুরির ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠবে। (জরিপের ফলাফল জালিয়াতির বিষয়টি বিডিনিউজ কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করল বিষয়টি ব্যাখ্যা করে বিডিনিউজের মুখপাত্র বলেন, “একই আইপি থেকে অবিরত ভোট দেয়ার ঘটনা চিহ্নিত করার পর একই আইপি থেকে অতিরিক্ত ভোট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেয়ার ব্যবস্থা করা হয়।” অথচ বাস্তবতা হলো বিডিনিউজে একই আইপি থেকে ১ বারের অধিক ভোট দেয়া যায় না। যা যে কেউ পরিক্ষা দেখতে পারেন। আর এতেই বুঝা যায়, ডাল মে কুচ কালা হায়!
তার মানে ফলাফল তাদের পছন্দমত না হওয়ার কারনে তারা ভোট বাতিল করে ফলাফলে ব্যাপক জালিয়াতি করেছে-সৌজন্যে-হাসান) ওদের সৎ সাহস ওরা আসলে পাঠকের কাছে চুরির জন্য ক্ষমা চাইত। তা না করে করল গলাবাজি।
তাই আমরা কাপুরুষর-ধূর্ত বিডি নিউজের আজ থেকে বেডি নিউজ রাখলাম। ওদের নাম হলো বেডি নিউজ ।
আর ওর মালিক হাসিনার এপিএস খালিদীকে বলছি-আরে বেটা তোর বিড়ি (গঞ্জিকা) নিউজকে আমরা পুছিও না, মনে রাখিস। তোর মতো পাগল নিয়ে ভাববার টাইমও আমাদের নাই। তোকে ঘৃণা করতেও আমাদের রুচিতে বাধে। দূরে গিয়া মর হারামজাদা-বাংলা ছাইড়া ভারত গিয়া মর...ভাগ রাজাকার ভাগ...
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন