সময়ের সাহসী কন্ঠস্বর মাহমুদুর রহমানকে বলছি-
লিখেছেন লিখেছেন উদাস পথিক ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৫:৫৭ সন্ধ্যা
অাজকের ১২-০২-২০১৩ তারিখের অামার দেশ পত্রিকায় অাপনার লেখা "সহৃদয় পাঠকের কাছে অবরুদ্ধ সম্পাদকের আবেদন" শীর্ষক লেখাটি মনোযোগ দিয়ে পাঠ করেছি।
অামি যা বিশ্বাস করি তাই বলি। তাই সরাসরি দ্বিধাহীন চিত্তে বলছি- অামার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রাহমানকে অামি নিছক ব্যক্তি হিসেবে মূল্যায়ণ করিনা; বরং অাপনাকে সময়ের সাহসী কন্ঠস্বর, ফ্যাসিবাদ-অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ এবং জাগ্রত বিবেকের প্রতীক হিসেবে বিবেচনা করি। অামার ধারণা দেশের কোটি জনতা অামার মতই মনে করে।
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেশের অধিকাংশ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যখন ফায়দা হাসিলে ব্যস্ত তখন অাপনি প্রচন্ড স্ত্রোতের বিপরীতে দেশের তাবত অপশক্তির বিরুদ্ধে বীর সেনাপতির মতে লড়ে যাচ্ছেন। অামি বিশ্বাস করি- অাপনার এ লড়াইয়ে অাপনার সাথে অাছে দেশের কোটি কোটি দেশপ্রেমিক তেৌহিদী জনতা।
অামরা যুগে যুগে দেখেছি- স্বার্থান্ধের কোন অর্থ-বিত্ত, টাকা-পয়সার অভাব হয়নি। এখনো তার ব্যতিক্রম নয়। তবে সত্যের পরীক্ষায় কখনোই কালোত্তীর্ণ হতে পারেনি। অার এখানেই মাহমুদুর রহমানদের জয় রচিত হয়েছে অনাদি কাল ধরে। এখনো হবে অার ভবিষ্যতেো হবে ইনশাঅাল্লাহ।
অাপনি বলেছেন- ".....অবস্থায় কেবল টিকে থাকার প্রয়োজনে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ থেকে পত্রিকাটির দাম ২ টাকা বাড়িয়ে ১২ টাকা করতে বাধ্য হচ্ছি।" অামি অাপনার এ সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিয়েছি। অামার বিশ্বাস করি দেশের লাখো জনতা এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে।
শুভ কামনা থাকল অাপনার প্রতি, পত্রিকার সকল জনবল এবং দেশের লাখো কোটি দেশপ্রেমিক তেৌহেদী জনতার প্রতি।
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন