আইনমন্ত্রীর জঘন্য মিথ্যাচার!!!

লিখেছেন লিখেছেন উদাস পথিক ১৬ মে, ২০১৩, ১২:০২:২৪ দুপুর

মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম নিয়ে গতকাল বুধবার আমেরিকান সেন্টারে সাংবাদিকদের কাছে মতামত ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। গত মঙ্গলবার তিনি দু’দিনের ঢাকা সফরে আসেন। সফরের সার্বিক মূল্যায়ন করতে গিয়ে সাংবাদিকদের জন্য ব্রিফ করেন স্টিফেন জে র‌্যাপ। এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনি মঙ্গলবার রাতে আসামী পক্ষের আইনজীবীদের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে আসামী পক্ষ আপনার বরাত দিয়ে বলেছেন আপনি বিচার নিয়ে তাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার বুধবার আপনি আইনমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে আইনমন্ত্রী আপনার বরাত দিয়ে বলেছেন আপনি বিচার নিয়ে সন্তুষ্ট। এ প্রেক্ষিতে আমরা আপনার মুখ থেকে নির্দিষ্ট করে শুনতে চাই বিচার বিষয়ে আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট। খুশী না অখুশী। এ প্রশ্নের জবাবে স্টিফেন জে র‌্যাপ বিচার নিয়ে সার্বিক অবস্থা বর্ণনা করে বলেন, আমি এখনো সন্তুষ্ট নই। বিচার বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে। অর্থ্যাৎ প্রমানিত হলো যে আইনমন্ত্রী জঘন্য মিথ্যাচার করেছেন। যে ধরনের মিথ্যাচার দিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করে বিচারকে বিভ্রান্ত করেছেন সেরকম মিথ্যা তথ্য দিয়েই জনগনকে বিভ্রান্ত করেছেন। ভাবতে অবাক লাগে যে, সরকারের আইন মন্ত্রণালয়ের মত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদে বসে একজন বিদেশী মেহমানের কথা তার এদেশে থাকাকালীন সময়েই ১৮০ ডিগ্রি উল্টিয়ে গণমাধ্যমে প্রকাশ করল। এই হল একজন আইনমন্ত্রীর নৈতিকতা!!

এক প্রশ্নের জবাবে র‌্যাপ বলেন, বিচারে রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন আছে এবং রাজনৈতিক ইচ্ছা এখানে একটি বিষয় (দেয়ার ইজ এ রিফ্লেকশন অব পলিটিক্যাল উইল এন্ড পলিটিক্যাল উইল ইজ এ ফ্যাক্টর)।

বিষয়: বিবিধ

১৭৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File