সরকারী ব্যবস্থাপনায় শাহবাগে যখন ছাত্রলীগ এবং আরও কতিপয় বামপন্থী নাস্তিক দলের নাটক চলছে
লিখেছেন লিখেছেন বলদের রাজা ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৭:৪৪ বিকাল
সরকারী ব্যবস্থাপনায় শাহবাগে যখন ছাত্রলীগ এবং আরও কতিপয় বামপন্থী নাস্তিক দলের নাটক চলছে তখন দেশের সকল বিশিষ্ট সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা হই হই রব তুলছেন আর সারাদেশে যখন লাখ-লাখ শিবির কর্মী রাস্তায় নেমে এসেছে তখন তা উনাদের দৃষ্টি এড়িয়ে যায়! আজ চট্টগ্রামের প্যারাড ময়দানে লক্ষ জনতা ৪ টি লাশ নিয়ে কান্নায় ভেঙ্গে পরেছে তার কোনো চিত্র আমাদের জাতির বিবেক(!) মিডিয়ায় প্রকাশ পাচ্ছেনা! রাস্তা থেকে শিবির কর্মী ধরে নিয়ে প্রকাশ্যে দিবালোকে যখন পুলিশ গুলি করছে, মসজিদে নামাজরত মুসল্লিদেরকে ধরতে যখন ভিন্নধর্মীয় পুলিশ জুতাপায়ে প্রবেশ করছে তখন তা কারও দৃষ্টিতে আসছেনা! আজ হলুদ সাংবাদিক নামক কুলাঙ্গারে দেশ চেয়ে গেছে! শাহবাগকে নাস্তিকের যখন তাহরীর স্কয়ারের সাথে তুলনা করে তখন তাদের জন্ম নিয়ে প্রশ্ন জাগে! তাহরীর স্কয়ার মুসলমানদের বিজয়ের ইতিহাসের সাক্ষী! ইসলামের বিজয়ের পতাকা তাহরীর স্কয়ারে উড়েছিল সেই পতাকা বাংলাদেশেও উড়ার অপেক্ষায়. সৈরাচারের যে পতন তাহরীর স্কয়ারে ঘটেছিল তার ইতিহাস বিশ্ববাসীর কাছে চিরকাল স্বর্ণাক্ষরে লিখা থাকবে. নাস্তিকদের অপপ্রচারের বিরুদ্ধে সকল মুসলমানদের আজ এক হতে হবে, ইসলামের যে বিজয় নিশান পৃথিবীতে উড়তে শুরু করেছে বাংলাদেশেও এর প্রতিফলন ঘটাতে হলে দেশের সকল মুসলমানদের এক হয়ে তাহরীর স্কয়ারের অনুরূপ কোনো স্থানকে ইতিহাসের সাক্ষী করতে হবে..
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন