পদ্মা সেতুর তিন বৎসর।
লিখেছেন লিখেছেন মিলটন ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৫:৪৯ দুপুর
অর্থমন্ত্রীর পদ্মা সেতু তিন বৎসরে রিমুট দিয়ে করবেন বলে যে বক্তব্য দিয়েছেন,তা হাস্যকর ও রীতিমত ইনম্যাচুয়াট বটে। যাহা তিনি কোন দিনও বাস্তবে রুপ দিতে পারবেন না। রেল লাইন ছাড়া সেতু তৈরী হবে,সেজন্য প্রয়োজন বর্তমান ডিজাইন পরিবর্তন করে নুতন ডিজাইন তৈরী করা কিংবা ডিজাইন সংশোধন করা। আর তা করতে কম করে হলেও ৬(ছয়) মাস সময় লাগবে। এখন আপনারাই অনুমান করুন, এ সেতু আদৌ তৈরী হবে কিনা নাকি ? এটি আপাতত জনগনকে শান্তনা দিয়ে জনগনের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করা। এটি শ্রেব জনগনকে বিভ্রান্ত করা হচ্ছে। জনগন এটি ঠিকই বুঝতে পারেছেন বলে আমার মনে হয়। কারন এখন জনগন যথেষ্ট সচেতন। তাই অসত্য ও বিভ্রান্তিকর তথ্য না দেওয়াই উচিত।
তবে জনগনের প্রতি আবেদন, আপনারা ধর্য্য ধরুন-সেতু পাবেন কোন একদিন।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন