”কারো মৃর্ত্যূতে বিজয় উল্লাস করা আমার কাছে পৈশাসিকতা মনে হয়”

লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪৪:৪২ দুপুর

আজ ভাবছিলাম কোন কথা বলবো না,মৌনতা অবলম্বন করবো।কিন্ত আমার আজই সকল কথারা ভীর করছে,শুধু কথা আর কথা,চারিদিকে কথার ফুলঝুরি, অনেক প্রশ্ন এসে জমছে আমার মনের ভিতর,এর কোন জবাব পাই না,প্রশ্নরা শুধু অসহায় চেয়ে রয়। দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যূদন্ড দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১ ।আমার কেন জানি মনটা খুব বিষন্ন লাগছে।কি যেন একটা হারানোর বেদনা,কেন এই বেদনা,এ রকমতো হওয়ার কথা না,আমি কোন দিন সাঈদীকে দেখিনি,তার কথা সেভাবে কোনদিন ভেবে দেখিনি,তবে হ্যাঁ ছোট্ট বেলা থেকে তার নাম শুনেছি অনেক,ভালো কোরআনে তাফছির করেন শুনেছি,শুধু একদিন রাতে রোজার সময় দেশের বাড়ী যাওয়ার সময় বাসে তার কিছু ওয়াজ শুনেছি এখনও মনে আছে,জাদুকরি আওয়াজ ছিল, আমার মনে হয় এটা একটি সাময়িক সমস্যা কেটে যাবে ইন-সা-আল্লাহ।আমি তার বিরুদ্ধে অভিযোগ গুলি পড়েছি,আমার শুধু মনে প্রশ্ন জাগে এতগুলো অপরাধ একজন মানুষ শুধু ৯ মাসে করলো কিভাবে ?এত অপরাধ করে এতদিন টিকে ছিল কিভাবে ?সব শেষে বলবো সে যদি নিদোর্ষ হয় পরম করুনাময় আল্লাহ-তায়লাহ তাকে মাপ করবেন।

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File