“সময়ের অপেক্ষায় রইলাম”

লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৫২:৩৬ সকাল

আমাকে যদি কেউ বলে, তুমি শাহ বাগ যাওনি কেন?আমি বলবো আমার ইচ্ছা হয়নি,আমি ঘুমাতে পারি না ,দিনরাত টিভি এবং নেটে ছিলাম,অনেক বিজ্ঞজনের আলোচনা শুনলাম,সাধারন মানুষের আলোচনা শুনলাম,সব কিছু থেকে একটা জিনিষ উপলব্ধি করলাম,যে কথাটা মানুষ বলতে চেয়েছে তা হলো বিচার চাই তবে নিয়ম মেনে,আর দেশে সবাই শান্তিতে থাকতে চায়, কি নিয়ে- একটু ধর্ম, একটু সাংস্কৃতি,একটু শালিনতা,সব কিছুই থাকবে,কিন্তু জামাত চায় কোন সাংস্কৃতি থাকবে না শুধু ইসলাম থাকবে,আরেক দিকে বাম পন্থীদল গুলো চায় শুধু ইসলাম ছাড়া যে কোন ধর্ম থাকতে পারে, তবে এই দুই দলে জনগন খুব কম কিন্তু এদের প্রচার মাধ্যম খুব শক্তিশালী এবং থিম খুব আবেগী যেমন ধর্ম ব্যাপারে মানুষ খুব সংবেদনশীল আর ৭১’র মুক্তিযুদ্ধ বিষয় টাও খুব সংবেদনশীল,এই দুইদল মানুষকে ইমোশোনাল ব্লাকমেইল করে যাচ্ছে প্রতিনিয়ত,এই দুইদলই চরম কট্টর পন্থী,এদের মধ্যে সম্পর্ক সাপে নেউলে,কেউ কারো ছায়া দেখলে জলে উঠে একে অপরে দেশ ছাড়তে বলে, এখন এই দুই দলের মধ্যখানে আছে বিশাল জনগন তারা যে ভাবে চিরদিন চলে আসছে সেভাবেই সবকিছুকে মানিয়ে চলতে চায়,মধ্যম পন্থী জনগনের যত জালা,তারা কোন দিকে যাবে,যে দল যখন বুঝায় তখন মনে হয় এই ঠিক, আমি মধ্যম পন্থী,তাই ঠিক করেছি কোন দলে যাবো না,আমি আমার নিজে মতে চলবো,তাতে যদি কেউ বলে যে ও বেপর্দা বা ও মুক্তিযুদ্ধর স্বপক্ষ শক্তি না,তাহলে আমার কিছু করার নেই,কেউ বলতে পারে সুবিধা বাদী ,সুবিধাবাদী হলেতো যে কোন একটা দলে ভিড়ে জেতাম,কোন দলেরই কোন আদর্শ নেই,আছে শুধু হিংসাত্নক মনোভাব,আর ন্যাৎসিদের মত আমিই সেরা ।তাই আমাকে ক্ষমা করবেন। - চলবে

বিষয়: বিবিধ

১৬৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File