‘হুজুগে বাঙালী’

লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৯:০৭ সকাল

যে দেশে বাবা-মা’রা সন্তানকে ক্ষমা করতে শিখায় না,প্রতিহিংসার আগুনে জলতে শিখায়,রক্তের হলি খেলতে শেখায় সেই দেশের ভবিষ্যত আর কত ভালো হবে।সেখানে হানাহানি নিত্য নৈমিত্তিক হবেই,হতে বাধ্য।আমাদের ছেলেরা এখন কিছু না বুঝেই বলতে শিখেছে যে শুধু ফাসি চাই,বিচার চায় না সরাসরি ফাসিঁ চায়,কত ফাসি চাইবে তারা সাগর-রুনি হত্যাকারীদের না ফালাণী হত্যার,নাকি এসিড নিক্ষেপকারীর,ধর্ষনে সেন্চুরীকারীর,কলেজ-বিশ্ববিদ্যালয়ের নিরিহ ছা্ত্রকে গুলি করে হত্যাকারীর,নাকি সেই শিশু হত্যাকারীর যে কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী হাতে নির্মম ভাবে প্রান দিয়েছে,এরকম হাজারো হত্যার বিচার হয়নি,তবে একজন আছেন উপরে সে সয়ং আল্লাহ-তায়লা তিনি সব দেখেন সব কিছুর বিচার একদিন হবেই হবে। আমরা কেন সন্তানদের শিখাই না যে কোন অণ্যায় দেখলেই প্রতিবাদ করবে,সে যে কোন অন্যায়ই হোক না কেন,তাহলে অন্যাকারীরা আর সাহস পাবে না অন্যায় করতে,কিন্তু আমরা তা না করে শিখিয়েছি অন্যায় ঘটে যাওয়ার পর ফাসিঁ চাইতে,শুধু চাইতে শিখিয়েছি,আর কিছু না,নাচ গান করো আর ফাসিঁ চাও নিরাপদ দূরত্ব থেকে। অন্যায়ের প্রতিবাদে অনেক বিপদ আছে প্রানের আশংকা আছে তাই দরকার নাই প্রতিবাদ করার।লাশ নিয়ে মিছিল করি,পিটিয়ে মারার ভিডিও করি,ছবি তুলি,কিন্তু প্রতিবাদ করি না।এই হলো আমাদের দেশে গার্জিয়ান রা ।মানুষের প্রতি মানুষে এত নির্মম অত্যাচার,নির্যাতন,জুলুম শুধু আমাদের দেশেই দেখা যায়।চোর পিটিয়ে মেরে ফেলে মানুষ উল্লাস করে,আসলে সেই চোর যে একজন মানুষ,কারো সন্তান,কারো ভাই আমরা ভুলে যাই,সে আমাদের সমাজেরই সৃস্টি কোন কারনে সে চোর হয়েছে।যে জাতি এত বিভষ্য,এত নিষ্ঠুর সেই জাতি দিয়ে কি আশা করা যায়।এসব দেখে আমার কষ্ট হয়।

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File