‘একটি স্বপ্ন’

লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৫:৪৯ দুপুর

আমি অনেক দিন থেকে একটা স্বপ্ন দেখছি যে পদ্মার নদীর উপর দিয়ে একটা ব্রিজ হবে,সেই ব্রিজের উপর দিযে খুব দ্রুত চলে যাবো আমার দেশে বাড়ী বরিশাল,যেখানে যেতে কম পক্ষে ৮ থেকে ১০ ঘন্টা সময় লাগে,আর যদি ফেরী সময় মত না পাওয়া যায় তাহলে তো কথাই নেই,এই স্বপ্নের শুরু হয় যখন আমি ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ’বাংলায়’ সম্মান শ্রেনীতে ভর্তি হই তখন থেকে,কলেজের ছাত্র সংসদ নির্বাচনে সবাই দাবী করতেছিল যে পদ্মা সেতু চাই তখন ছাত্রলীগের প্যানেল বলতে শুরু করলো যে আমদের ভোট দিলে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করতে পারবো,আমার মনে আছে যে ছাত্রছাত্রীরা প্রস্তাবটা লুফে নিয়েছিল,সেবার ছাত্রলীগ প্যানেল সহ বিজয়ী হয়েছিল,সে অনেক দিন আগের কথা প্রায় একযুগ পেরিয়ে গিয়েছে,তারপর থেকে আমার হ্রদয়ের গভীরে সেই স্বপ্নের বীজ বোনা ছিল,কখনও সেই বীজ অনুকুল পরিবেশ পায়নি অঙ্কুরিত হওয়ার,হঠাৎ করে স্বপ্নটা একটু নড়েচড়ে বসলো,আমি ভাবলাম এইবার বুঝি পূরণ হবে..তারপর ৪টি বছর পেরিয়ে গেল স্বপ্নের নাগাল পাই না.....সময়েই বলে দিবে পরবর্তীতে কি হবে,অপেক্ষায় থাকলাম।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File