“আজ আমার মন খারাপ”
লিখেছেন লিখেছেন কোহিনুর খানম ২২ এপ্রিল, ২০১৩, ০১:২৮:০০ দুপুর
আজ সকালে অফিসে এসে দেখি,ফেইস বুক নাই,মানে ফেইস বুক সার্বার থেকে তুলে নিয়েছে,যেন আমরা কেউ ফেইস বুক ব্যবহার করতে না পারি,মনটা এত খারাপ লাগলো যে কি বলব,প্রচন্ড কাজের চাপ,তাই কাজের ফাকে ফাকে একটু ফ্রেন্ডদের সাথে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে শেয়ার করতাম,এখন আর পারবো না কারন বাসায় গিয়ে রান্না বান্না ঘর সামলানো নিয়ে ব্যস্ত থাকতে হয়,অফিসেতো আর সব সময় কাজ থাকে না,একটু ফ্রি সময পেতাম,এখন অবসর সময় বসে থাকতে হবে,না হয় কোন কলিগের কাছে গিয়ে ফালতু কথা বলে সময় কাটাতে হবে,আর সব সময় কাজ করতেও মন বসে না,তাই ফেইস বুক টা ছিল আমার সঙ্গীর সাথী,আর কাউকে প্রয়োজন ছিল না সময় কাটানোর জন্য।অফিসে কারো সাথে কথা বলা মানে ঝামেলা বাড়ানো,যে কোন কথায় প্যাচ লেগে যেতে পারে,তাইতো ভয় পাই,কি যে হবে এখন,আমার মনটা এত কষ্ট পাচ্ছে কেন বুঝতে পারছি না,কি করলে যে এই মন নামক প্রানীটা ভালো থাকবে বুঝতে পারছি না।দেখি মন ভালো হবে আস্তে আস্তে,কোন কিছুই স্থায়ী না সব কিছুর শেষ আছে,কিন্ত সেটা বুঝতে চায় না ,আমাদের ক্ষমতাসীন দল,তারা মনে করে ক্ষমতা চিরস্থায়ী হবে,কোন দিন কেউ পারেনি,আরতো কোথাকার কোন হরিদাস পাল,পতন অনিবার্য......আমি বলে রাখলাম।
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন