বাকশালী বুলেটের জন্য নগ্ন বুক উজাড়! কিন্তু ওদের বন্দুকের নল গর্জে ওঠেনি!
লিখেছেন লিখেছেন মতলুব ১২ মার্চ, ২০১৩, ০১:৫৬:৩৭ দুপুর
বুক কাপেঁ না, হাত কাঁপে না,
বাকশালী থাবা এবার থামা।
রক্ত মাখা হাত দু’খানা,
বাঘ্র থাবা এবার দমা।
জেগেছে মানুষ অত্যাচারে,
বুকটি এবার নগ্ন করে।
চালাও গুলি, চালাও বুলেট,
পুলিশ নামের ওরা গুলেট।
বাকশাল এবার খতম হবে
অত্যাচার বন্ধ রবে।
গণহত্যা বন্ধ করে,
শান্তি সুখে দাও ভরিয়ে।
মুমিন জেগেছে, জেগেছে জনতা,
নাস্তিক এবার হারাবে ক্ষমতা।
ইসলামের হবে মহাজয়,
মহাজোটের হবে পরাজয়।
মানুষের মাঝে ইসলাম আছে,
মিলবে সবাই সেটার কাছে।
বাম রামদের কবর হবে,
শহীদী আত্না শান্তি পাবে।
জুলুম নিপীড়ন খতম করে,
ইসলামের বিজয় উঠবে ঘরে।
মারহাবা মারহাবা বল,
ইসলামের বিজয় হলো।
বিষয়: সাহিত্য
১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন