গণহত্যা বন্ধ কর! বাংলাদেশ বিশ্বদরবারে কলঙ্কিত হলো!!
লিখেছেন লিখেছেন মতলুব ০১ মার্চ, ২০১৩, ১১:২১:১৯ রাত
গণহত্যা বন্ধ কর! মানুষ মারা বন্ধ কর!
দেশের মানুষ বাঁচতে চায়, ওরা মোদের নাইকো পর।
রক্ত খেকো রক্ত চোষা সন্ত্রাসী ওরা দেশটাময়,
ইসলাম নিয়ে ঝাপিয়ে পড়ে মর্দে মুমিন করবে জয়।
গণহত্যা বন্ধ কর! মানুষ মারা বন্ধ কর!
দেশের মানুষ খেপলে পরে বলবে সবে নাস্তিক ধর।
ইমরান, নাজমুল, লাকী, সোহাগ নাস্তিকদের আবারণ,
ওদের চোখে নবী, রসূল, (সা.) ইসলাম হলো মহামরণ।
গণহত্যা বন্ধ কর! মানুষ মারা বন্ধ কর!
বামদলের নেতাগুলো শকুনী থাবায় ধ্বংস কর।
মিথ্যুক ঐ নেতাগুলো দেশের ক্ষতি করছে সব,
ইসলামকে উচ্চে ধরে রবের নামে তোলরে রব।
গণহত্যা বন্ধ কর! মানুষ মারা বন্ধ কর!
পিতা মাতা স্বজন কাঁদে, বোনে কেঁদে জারেজার।
আকাশে বাতাসে কালিমা ধ্বনি, উঠছে আল্লাহ নামের জপ,
মুমিন বান্দা ওঠরে জেগে, দালালদের ক্ষতম কর।
গণহত্যা বন্ধ কর! মানুষ মারা বন্ধ কর!
দেশের মানুষ সজাগ হয়ে প্রজন্ম চত্বর খতম কর।
দেশটা মোদের, গড়ব মোরা, মুরতাদদের ঠাঁই নাই।
দালাল ওরা, ইন্ডিয়াতে কবর দেবো, ভয় নাই।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন