আর কত রক্ত খাবি

লিখেছেন লিখেছেন মতলুব ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৫:১৫:২৩ বিকাল



ওরে নরপশু, রক্ত খেকো

রক্ত খাওয়া বন্ধ কর,

স্বাধীনতার চেতনা থামা

শান্তিমাখা পতাকা ধর।

ঘরে ঘরে চলে কান্নার রোল

ইজ্জত হারা মা বোন আজ,

থামা তোদের তপ্ত গুলি

জল কামান আর রণসাজ।

রক্তে রাঙা মাতৃভূমি

শকুনি নখরে পতাকা আজ,

চলছে গুলি জলকামান আর

মিথ্যা কথার কারুকাজ।

রক্ত খেকো, রক্ত খাবি?

বন বাদাড়ে চলে যা,

রক্ত খেয়ে দিল ভরা তুই

বাঘের সাথে লাগিয়ে ঘা।

এদেশ আমার রক্তে গড়া

শহীদ হয়েছে আমার ভাই,

স্বাধীনতা স্বাদ পেতে আর

রক্ত নিবি না, লাগে দোহাই!

বজ্র কণ্ঠে রব উঠেছে

কাল নাগিনী রেহাই নাই,

রক্ত মাখা বন্ধ করে

শান্তি মাখা পতাকা চাই।

বিষয়: সাহিত্য

১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File