জল্লাদ রেডি! তারা একটা লাশ চায়!
লিখেছেন লিখেছেন মতলুব ১২ ডিসেম্বর, ২০১৩, ০২:১৩:০৫ দুপুর
জল্লাদ রেডি!
ফাঁসির কাষ্ঠ প্রস্তুত!
কবর কোথায় হবে তাও জানা!
মৌলভি সাহেবও নাকি কালেমা পড়ানোর জন্য রেডি!
নাস্তিক ঈমরান মিয়া তার দল বল ও মিষ্টি নিয়ে শাহবাগে উপস্তিত!
শুধু ১২.১ মিনিটের অপেক্ষায় তারা!
কিন্তু না!
এখানেই শেষ নয়, পরাক্রমশালি আল্লাহ উপরে বসে আছেন,
তিনি সব অবলোকন করছেন,
বিপথগামিরা কিভাবে নগ্ন উল্লাসে মত্ত হয়ে আছে?
কিভাবে তার প্রিয় বান্দা কাদের মোল্লা শাহাদাতের অমিয় শুধা পানের আশায় ছটফট করেসেন। আল্লাহর সিদ্বান্ত বিপরীত,
তিনি তার প্রিয় বান্দাকে এই জমিন থেকে এত তাড়াতাড়ি উঠিয়ে নেবেন না তাই তার কুদরতি নির্দেশে থামিয়ে দিলেন উম্মাদদের উম্মাদনা,
বিচারপতির কাছ থেকে আসলো স্হগিতের নির্দেশ।
মুহুর্তেই স্তম্ভিত হয়ে গেল বাংলাদেশসহ সারা বিশ্ব,
শুকরানা পড়তে শুরু করলেন সকল মুক্তিকামি মানুষ।
পড়ে রইল ফাঁসির রশি,
নিথর হয়ে গেলো ফাঁসির কাষ্ট,
হাত গুটিয়ে বসে থাকল জল্লাদ,
ভেস্তে গেল জালিমদের সকল আয়োজন।
প্রান সঞ্ছার ফিরে আসল কোটি কোটি ঈসলামি আন্দোলনের কর্মীদের মাঝে।
বেঁচে গেলো একজন ঈমানদারের সুপ্ত জীবন।
"রাখে আল্লাহ মারে কে" আল্লাহই আমাদের একমাত্র অবিভাবক!
তাই সকলে একটি বার হলেও পড়েন "আলহামদুলিল্লাহ
গতদিন এমনই হয়েছিল। আজ আবার এমনতো হতেও পারে।
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন