আর কলিং বেল বাজবে না!

লিখেছেন লিখেছেন মতলুব ১০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৯:৪৭ রাত



স্ত্রী হবে বিধবা, সন্তানরা হবে পিতা হারা। হে রব তুমি ধৈর্য ধরার তৌফিক দিও।

সেই লাল টুটুটুকে শাড়ি পরে

তোমার সান্নিধ্যে পেয়েছিলাম

আজ তুমি সাদা কফিনে মোড়ানো

আতর জলে ছিটানো

কপ্পুর মাখা জান্নাতী এক মানুষ

তোমার সকল কথা

আজ কেবল সুখ স্মৃতি

তোমার হঠাৎ বিদায়ে আমরা স্তম্ভিত

তোমার আগমনে আর কলিং বেল বাজবে না

তোমার সেই হাসি মাখা মুখ আর কেহ দেখবে না

সন্তানেরা আর আব্বু বলে ডাকবে না

মানুষ আর দ্বীনের দাওয়াত পাবে না।

মানুষ চোখের পানি ধরে রাখতে পারছে না

সবাই তোমার জন্য দোয়া করছে

জান্নাতের সর্বোচ্চ স্থানের জন্য।

মিথ্যা মামলায় তুমি আজ চলে যাচ্ছ

সরকারের রোসানলের শিকার হয়ে

দেশের মানুষের প্রতি ফোটা পানিতে

ভেসে যাবে সরকারের জুলুম অত্যাচার

আর এই মসনদ।

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File