বিজয় বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মতলুব ০৮ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৯:২১ দুপুর
দেশটি মোদের রক্তে গড়া
রাখবো তারে অটুট
গর্ব মোদের দেশটি পেয়ে
দালাল তোরা দে ছুট।
সবুজ শ্যামল মাতৃভূমি
শত্রু মুক্ত হলো,
বিজয় বেশে মুক্তিকামী
দেশ গঠনে চলো।
শত্রু সেনা ক্ষতম হলো
মুক্তি পেলো দেশ,
চারিদিকে হর্ষধ্বনি
আমার বাংলাদেশ।
বিষয়: সাহিত্য
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন