শিমুল ফুলের রঙ লাল!

লিখেছেন লিখেছেন মতলুব ২৮ নভেম্বর, ২০১৩, ১২:৪৫:৪৭ রাত



ঈমানী বলে বলীয়ান এরা, রক্ত কোনদিন বৃথা যাবে না।

দামাল ছেলেরা ঘরে বসে কেনো?

দেশ বাঁচাতে দৌঁড়ে চল।

জালিম শাহীর মসনদ ভেঙে

শকুনী নখর উপড়ে ফেল।

সবুজ জমিন লালে লাল আজ

রক্তে রঙিন বাংলাদেশ

কুত্তাগুলো খামচে ধরে

লাল-সবুজ আজ করছে শেষ।

আসবে বাঁধা পাহাড়সম

সব গুড়িয়ে দে রে তুই

সিকিম মোরা হতে দেবো না

রাখবো বাঁচিয়ে ইঞ্চি ভূঁই।

আগ্নেয়গিরির অগ্নুৎপাতে

বাঁশের কেল্লায় জেগে উঠ।

করছে গুলি, ঝরছে লাশ

মিছিল নিয়ে সেথায় ছোট।

অন্তরে কালিমা হাতে তরবারি

নারয়ে তাকবীর মুখে বল,

মুসলিম তুই বীরের জাতি

কোরআন নিয়ে এগিয়ে চল।

ভয় কোনো পাস্ ওহে যুবক

ঈমানী বলে এগিয়ে চল,

আসবে বাঁধা সামনে চলায়

বাড়াতে হবে বুকের বল।

নাস্তিক ওরা মুরতাদ ওরা

এদের কলিজা চিবিয়ে খা,

বুকের উপর জাপটে বসে

দালালগুলোর লাগা ঘা।

বিষয়: সাহিত্য

৮৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File