নির্ঘুম আজ জাগ্রত জনতা!
লিখেছেন লিখেছেন মতলুব ২৬ নভেম্বর, ২০১৩, ১২:১২:০২ রাত
এই দুর্দিনে তোমরাই পারবে!
জুলুমবাজকে ভয় কেনো করো? জুলুমবাজি গুড়িয়ে দে,
অত্যাচারী জালিমবাজী ডান্ডা মেরে তাড়িয়ে দে!
নির্যাতনের শপথ নিয়ে বিশ্ববেহায়া করছে কাজ,
জালিমগুলো হিংস্র আজ, ভাঙতে হবে বিষের দাঁত।
কুত্তার মতো ধোলাই দিয়ে, মাথাটা আজ দে ভেঙে,
যেখানে পাবি ধোলাই দিবি শয়তানী সব দে ভেঙে!
বেঈমানকে মারতে যেনো কাঁপে না কারো হৃদয় বুক,
বিশ্ব বেহায়ার মারবি কষে বুকে নিয়ে আজ মহাসুখ।
খালেদা জিয়া এগিয়ে যা তুই জনগণ আছে রাজপথে,
সারা দেশে যেন রব উঠেছে বিজয় হবে এই রাতে।
দেশের মানুষ ক্ষেপলে পরে পালাবি কোথায় ওরে লীগ?
ভারতেই তোদের করবে তাড়া নানার বাড়ি কররে ঠিক!
বন্ধ কর তুই শয়তানী চাল নির্বাচনী খেলা,
দেশের মানুষ রাগলে পরে পড়বে লাঠির চেলা!
রক্তের হোলি বন্ধ করে তত্বাবধায়ক ফিরিয়ে দে,
নইলে গদি ছেড়ে দিয়ে ভারতে পালিয়ে শান্তি নে!
দেশের মানুষ চায়না তোরে, বুঝবি সেটা আর কবে,
পদ্মা মেঘনা যমুনার বুকে পালাবদল হবেই হবে!
বিষয়: সাহিত্য
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন