স্বৈরচার ফিরে এলো!

লিখেছেন লিখেছেন মতলুব ১৮ নভেম্বর, ২০১৩, ১১:১৩:২৯ রাত

খুনে রাঙা রক্ত মেখে ফিরে এলো স্বৈরচার,

মহাজোটেই উল্টে তিনি মন্ত্রী করলেন আবিষ্কার।

বিশ্ব বেহায়া বাটপার তিনি ভেল্কিবাজির খেলা,

অভিনয়ে ভিলেন তিনি পশু জাতির মেলা।

কারচুপির এক নির্বাচনে আওয়ামী বাঁচাতে রাজি,

দরবার হলে রঙ্গ মঞ্চে করলেন কারসাজি।

দালালী করে মন্ত্রী পেলেন খুশিতে আত্নহারা,

শয়তানী এক মন্ত্রীসভায় নাস্তিকতায় ভরা।

জাতীয়ভাবে বেঈমানীতে রাষ্ট্রের তিনি সেরা,

নাস্তিকদের সহায়তায় অন্তর তার ঘেরা।

শকুনি নখর লোলুপ দৃষ্টি লাল সবুজের পরে,

ভারতীয় চর আবার এলো বাংলার দরবারে।

ঐতিহাসিক চব্বিশে মার্চ বিরাশি সালের কথা,

সাত্তারকে হঠিয়ে স্বৈরচার নেয় ক্ষমতা।

সেই স্বৈরচার দীর্ঘ পরে জালিম বেশে এলো,

চার ছয় দারুন মেরে ভালোই খেল দেখালো।

দেশের মানুষ যেখানে পাবে মারবে মুখে থুথু,

বিশ্ব মাঝে এমন বেহায়ার ডাকবে সবে কুতু।

নতুন পুরানো স্বৈরচারে দেশ যাবে গো তলে,

বিশ্ব বেহায়ার পড়বে জুতো সপাটে দুই গালে।

বিষয়: সাহিত্য

১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File