অস্পষ্ট স্বপ্ন: দলীয় বাস্তবায়ন
লিখেছেন লিখেছেন মতলুব ১৫ নভেম্বর, ২০১৩, ১২:০১:৪২ রাত
থ্রি জি তার স্বপ্ন ছিল
দেশ গঠনের তরে,
পরিমলের ধর্ষণ ছিল
স্বপ্ন অকাতরে।
মানিকের ধর্ষণ উৎসব
স্বপ্ন ছিল তার,
লগি বৈঠায় মানুষ মারা
স্বপ্নের উপহার।
সংবিধানে হিংস্র আঁচড়
স্বপ্নের অপার ধারা,
স্বপ্নের দেশে রামদা আছে
হারবে কি আজ তারা?
গুম করা আর খুন করা সব
স্বপ্নের জালে বোনা,
দেশটি ছিল স্বপ্ন যে তার
জালিমের জাল বোনা।
কাগজ লিখে জমা দিলে
হয় না পদত্যাগ,
স্বপ্ন ছিল মনাকাশে
করবি না খ্যাক খ্যাক।
বাবার স্বপ্নে বিভোর থাকি
দেশ গঠনের তরে,
চাকরি খাব, রক্ত খাব
ফ্রি সার প্রতি ঘরে।
দলে কোন্দলে মানুষ খুন
স্বপ্নে লেখা আছে,
খাবনামাটা তাইতো ওরা
রাখে কাছে কাছে।
বিরোধীদের দমন করে
বাকশালী হাল ধরো,
স্বপ্ন ছিল মহামানবের
নির্দয়ভাবে মারো।
বিষয়: সাহিত্য
৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন