হে প্রিয়া তুমি যাবে?
লিখেছেন লিখেছেন মতলুব ১৪ নভেম্বর, ২০১৩, ১০:০২:৫১ সকাল
হে প্রিয়া তুমি যাবে?
যাবে মোর দেশে?
যেথায় হরতাল হয় দিনে রাতে
সপ্তাহ জুড়ে আর প্রতি মাসে!!
রোগী এ্যাম্বুলেন্সে থাকে কাতরাতে।
হজ্বযাত্রী নির্ঘুম কাটে বন্দরেতে।
জনজীবন বিপর্যয় হয় তাতে।
হে প্রিয়া তুমি যাবে?
যাবে মোর দেশে?
যেথায় রাস্তায় পুড়ে টায়ার
পুলিশ করে ফায়ার
রামদায়ের শনশন
অস্ত্রের ঝন ঝন
ভাংচুর হয় বাসে
সরকারী দল হাসে
ওরা তখন বলে
ক্ষমতায় রবো ছ’লে।
হে প্রিয়া তুমি যাবে?
যাবে মোর দেশে?
যেথায় জল কামান ঘোরে
পিপার স্প্রেতে মানুষ মরে
হাতকড়া পরিয়ে পুলিশ গুলি করে
রিমান্ডে পঙ্গু করে
মানুষ মৃত্যুতে করে শোক প্রকাশ
ওরা মুখ লুকিয়ে হাসে!!
হে প্রিয়া তুমি যাবে?
যাবে মোর দেশে?
যেথায় রাতের অন্ধকারে
মানুষকে গুলি করে
অট্টহাসি হাসে
নরম গদিতে বসে
ওরা মানুষ রুপি জোক
ক্ষমতার বড়ই লোভ
এমন দেশে জন্মে মোরা
করছি প্রকাশ ক্ষোভ।
বিষয়: সাহিত্য
৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন