ফোবিয়া

লিখেছেন লিখেছেন মতলুব ১৩ নভেম্বর, ২০১৩, ১২:১৬:০৭ দুপুর



টুকু, ফারুক, ইনু, মতি সবাই এসেছে

তারিখ বিহীন পদত্যাগপত্র জমা দিয়েছে।

মিটিং তাদের শেষ হলো যেই নেত্রী দাঁড়ালো,

মন্ত্রী-সান্ত্রী অনেকেই তার পায়ে লুটালো।

ক্ষমতা লোভে অন্ধ তারা, চেয়ার ছা্ড়াই দায়,

এক লাইনে বসে তারা করছে হায় হায়।

কেহবা তারা পতাকা নিয়ে মন্ত্রনালয়ে য়ায়

কেহবা তারা ফাইল সইতে আখেরি গোছায়।

কেহবা তোলে হাম্বা রব, আর কেহবা বসে কাশে,

কেহবা আবার নোমিনেশন প্রাপ্তিতে হাসে।

কেমনে লুটবে পদ্মা সেতু কেউবা সেটা ভাবে,

কেহবা আবার চিন্তা করে মন্ত্রীত্ব কি পাবে?

হরমার্ক আর ডেসটিনিতে কোটি টাকার ঘুস,

সোনালী ব্যাংক লুটবে তারা থাকবে নাতো হুশ।

জয় বাবাজী আসলো দেশে শান্তি সুবাস নিয়ে,

মতি গতি ভালো না তার করবে কি আর বিয়ে?

সুবিধাভোগী ওত পেতে রয় বিজয়ের আবার,

সন্ত্রাসীরা চিন্তা করে পাব দারুন সব খাবার।

আবার যদি আসতে পারি দেশ রবে না টিকে,

ভারত এটি খামচে খাবে পতাকা তুলবে ছিকে।

আমরা করেছি মুক্ত স্বাধীন, বিকাবো মনের সুখে,

আঠারো দলে কাঁদবে অঝোরে, মরবে ধুকে ধুকে।

ভারতের হবে অঙ্গ রাজ্য, কেহ দিবে না বাঁধা,

দিল্লি বসে আপন ঘরে পরবো ধূতি সাদা।

দেশটা হবে অনেক বড় ঘুরবো এক টিকিটে,

নেত্রী মোদের সারা জীবন থাকবে এক মুকুটে।

বিষয়: সাহিত্য

৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File