শহীদের রক্ত শুকাচ্ছে না!! প্রতিটি ফোটা রক্ত একজন করে আন্দোলনের কর্মী বৃদ্ধি করছে!!!
লিখেছেন লিখেছেন মতলুব ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৯:৩২ রাত
আপনার মুক্তি কামনায় অনেক রক্ত ঝরছে! তাও সাথীরা পিছপা হচ্ছে না!
জালিমের উন্মত্ততা
প্রজন্ম চত্বরের হুংকার
সরকারের রক্ত চক্ষু
সুশীলদের মিথ্যাচার
আয়করের অর্থের তপ্ত বুলেট
কোনটিই ওদের থামাতে পারিনি!
ওরা শহীদি তামান্নায় উজ্জীবিত!
রাসূলের প্রেমে দ্বীনের স্বার্থে
কোরআনকে সুউচ্চে তুলতে
হাদিসের বাণী প্রচারে করতে
ওরা ভয় পায়নি!
ওরা শহীদ
ওরা মহান রবের মেহমান!
জালিমের দিল আজ শহীদি রক্তে সিক্ত
ওদের রক্তে জমিন আজ অনেকটা শান্ত
ওরা মরেনি ওরা জীবিত
ওদের দেহটা কেবল বদল হচ্ছে
ওদের জীবনটা মৃত্যুহীন
ওদের রক্ত বন্যায় দেশ আজ সিঞ্চিত
ইসলামী আন্দোলনের ক্ষেত্র উর্বর হচ্ছে!
ওরা সত্যিইকি আমাদের ছেড়ে চলে গেছে!
ওরা মৃত্যুকে সাদরে গ্রহণ করেছে!
ওরা আমির হামজার মতো দুঃসাহসী!
ওরা ফ্যাসিবাদের হৃদয়ের জ্বালা!
ওরা শহীদি কাফেলার নতুন মুখ!
ওদের ত্যাগ কি বৃথা হয়েছে?
ওরা জীবিত!
ওদেরকে মৃত বলোনা
ওদের মৃত্যু মিছিল দীর্ঘ
তবে রক্তের ফোটায় অসংখ্য নতুন জীবনের আগমন!
আমরা কাঁদতে চাই না
শহীদি চেতনায় সাহস নিয়ে বাঁচতে চাই
সত্যের পথে বিজয়ের পথ দেখতে চাই!
হাজার বছরের সভ্যতার উথ্থান পতনে আমরা বলীয়ান
আমাদের সাথীদের আমরা সমাদর করি, সম্মান করি
ওদের কবরে মধুমক্ষিকার মত গুন্জন উঠবে!
মুক্তির পতাকায় কালেমা তাইয়্যেবার উদ্বেল
কালিমার বাণী কোনদিন কেহ থামতে পারিনি
শহীদেরাও থামবেনা কোনদিন!
বিজয়ের পতাকা রক্তের মোড়কে হাতছানি দিয়ে ডাকছে।
চলো মুক্তির গান গাই!
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন