সারাদিন অপেক্ষা! কিন্তু সে আসেনি!

লিখেছেন লিখেছেন মতলুব ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪১:৫৫ সকাল



একগুচ্ছ গোলাপের শুভেচ্ছায়

সারাদিন প্রজন্ম চত্বরে অপেক্ষা

ক্লান্তিহীন চেয়ে থাকা

চোখের কোনে বিষাক্ত রক্ত

মনের কোনে তীব্র যাতনা

তাকে ভালবাসার প্রচন্ড আক্ষেপ

ফুলগুলি শুভেচ্ছার অন্তরালে

কিন্তু সে এলো না!

হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে

ভালবাসাটুকু জড়ো করে

জমিয়ে রেখেছিলাম

তাকে বিলাবো বলো

কিন্তু সে এলো না!

মোবাইলে পাওয়া গেলো না

লাপটপে জি মেইলে বার্তা

অসহায়ের মতো বসে থাকা

কিচ্ছু যেন ভাললাগছে না

কা-তে কাদের মোল্লা

গ-তে গোলাম আজম

যেন বিষাক্ত মনে হচ্ছিল

রাজাকার প্রতিধ্বনিতেও

মনটা খুশিতে নাচছিল না

চারিদিকে সবাই যখন জুটিবদ্ধ

ফুলের শুভেচ্ছা বিনিময় করছে

আবেগ ভরে আনন্দ করছে

তখন প্রচন্ড একবুক প্রচন্ড জ্বালা নিয়ে

ঘরে ফিরে এলাম!

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File