প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

লিখেছেন লিখেছেন মতলুব ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩১:৪৮ সন্ধ্যা



আপনারা আরো কিছু অনিয়মের কথা সুউচ্চ কন্ঠে বলুন!!

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে নাচ আর গানে উন্মদনা সৃষ্টি হচ্ছে।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে বাদ্যযন্ত্রের আড়ালে ইসলামের ক্ষতি করছে।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে দুর্নীতির বিরুদ্ধে কোন কথা হচ্ছে না।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে হলমার্ক, ডেসটিনি নিয়ে কোন কথা হচ্ছে না।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে পদ্মা সেতু, খুন, দুর্নীতি নিয়ে কোন কথা হচ্ছে না।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে তত্বাবধায়ক সরকারের দাবীতেকোন কথা নেই।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে নামাজের সময় ঢোল তবরা বন্ধ হয় না।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে লগি বৈঠা দিয়ে পেটানোর বিপক্ষে কোন কথা হচ্ছে না।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে ফেলানীকে নিয়ে, বাংলাদেশীকে উলঙ্গতা নিয়ে কোন কথা নেই।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে ক্যাম্পসে গুলি করে হত্যার বিষয়ে কোন কথা হচ্ছে না।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে মদ জুয়ার আসরে মানুষের ঢেকুর উঠছে।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে ছোট্ট বাচ্চাদের গায়ে মাথায় ফাঁসির রায়ের লেখা দেখেছি।

আমি প্রজন্ম চত্বরে যেয়ে হতাশ হয়েছি!

কেননা ওখানে লাকির উপর হামলাকারীদের কোন বিচারের দাবী তোলা হচ্ছে না।



বিষয়: বিবিধ

১৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File