স্বাধীনতার চেতনায় শহবাগ!

লিখেছেন লিখেছেন মতলুব ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩৮:১৩ সকাল



ফেলানীর আত্না শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো রাজাকারের ফাঁসি।

ছাত্রলীগের টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, গুম শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো কসাই কাদেরের যৌনচার।

সুরঞ্জিত চোরের ঘুষের টাকার কালো বিড়াল ও শুটকি মাছের থলি শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো ইসলামী প্রতিষ্ঠানের বন্ধ ঘোষণার আওয়াজ।

আবুলদ্বয়ের পদ্মা সেতুর মহাদুর্নীতি শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো জামায়াত নিষিদ্ধের দাবী।

বিডিআর বিদ্রোহে ষাট জনের নিষ্ঠুর রক্তপাত শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো কসাই কাদেরর পরিবর্তে আব্দুল কাদেরর প্রতি মিথ্যাচার।

পার্বত্য অঞ্চলে পাহাড়ি চাকমার সেনাদের মহাআক্রমন শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো শাহবাগে রাস্তা বন্ধ করে মানুষকে অসহনীয় কষ্ট দেওয়া।

বিএসএফ এর নিরীহ বাঙ্গালীদের হত্যার প্রতিবাদ শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো ছাত্রলীগের অন্যায় অপবাদের পক্ষে স্টেজে সাফাই।

বাংলাদেশের জলসীমায় মায়নমারের আক্রমন শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো গান বাজনায় প্রতিবাদের আসর।

তেলের দাম বাড়িয়ে জনগণের দুর্ভোগের প্রতিবাদ শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো ইবনে সিনা বন্ধ ঘোষণার কথা।

লোডশেডিং এ অতিষ্ট মানুষের কথা শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো বিচারের কথা বলে মানুষকে একত্র করা।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, টেন্ডারবাজি, চাঁদাবাজি

মারামারি, মাস্তানি, ছাত্রী ধর্ষণ শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া ফেলো কথিত কসাই কাদেরর পরিবর্তে কাদের মোল্লার ধর্ষণের কথা।

স্বাধীন বাংলার নাগরিকদের গুমের বিষয়ে শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো মিথ্যার আওয়াজে সরকারের পক্ষে কথা বলা।

সাগর রুনির হত্যার বিচারের কথা শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো রাজাকারের মিথ্যা রায়ের প্রতিবাদ।

নীল বাহিনী, জনযুদ্ধ, শান্তি বাহিনী নিষেদ্ধের দাবীর কথা শাহবাগ চেতনায় সাড়া পেলো না কেন করে না

সাড়া পেলো নিজেদের যৌন হয়রানীর কথঅ।

রাষ্ট্রদ্রোহী পার্বত্য শান্তিবাহিনীর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো

বন্ধের জন্য শাহবাগ চেতনায় সাড়া পেলো নাৎ

সাড়া পেলো দেশের লাভজনক প্রতিষ্ঠানের বন্ধের কধা।

ছয় বছরের শিশু ধর্ষর্ণের বিষয়ে শাহবাগ চেতনায় সাড়া পেলো না

সাড়া পেলো নিজেদের মধ্যে ধর্ষণের প্রবণতা।

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File