শাহবাগ জাতিকে নতুন পথ দেখালো! একটি পর্যালোচনা!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৯ মার্চ, ২০১৩, ০৮:৪২:৪৬ সকাল

মানুষের তৈরী মতবাদ অসভ্যতা ছড়ায়। ইসলামী মতবাদ মানুষের বিবেককে পরিচ্ছন্ন করে। তবে সেটা মওদূদী ইসলাম, ইলিয়াসী ইসলাম, মুজীবীয় ইসলাম নয়। অবশ্যই পবিত্র কোরআন হাদিসের আলোকে হতে হবে। যারাই সেটা পবিত্র কোরআন হাদিসের আলোকে করছে তারাই সঠিক পথে থাকবে। শাহবাগ ছিল চরম এক মূর্তিমানের নাম। এক আতঙ্কের নাম। শয়তানী একটা চক্রের নাম। নাস্তিকদের মেলা। মিলন মেলা। একটি সেক্স মেলা। একটি বেইনসাফী মেরা। আনইসলামিক মেলা। মানুষের ভোগান্তির মেলা। মানুষের কষ্টের মধ্যে দিনাতিপাতের মেলা।

এসবের মধ্যে বিশ্লেষণ করলে বেশ কিছু পয়েন্ট চোখে পড়েঃ

১. শাহবাগীরা ফাঁসি চেয়েছে কিন্তু সুষ্ঠ বিচার চায়নি। কেননা তারা নাস্কিকতাকে দেশে চায়, তাই ইসলাম তাদের কাছে শত্রু।

২. সেখানে কাদের মোল্লার ফাঁসির দাবি তোলা হলেও পরবর্তীতে সাঈদীসহ অন্যান্যদের এই দাবী তোলা হয়। মজার তথ্য হলো এখান থেকে মাহমুদুর রহমানসহ অন্যান্যদের হুমকী প্রদান করা হয়।

৩. জামাত পরিচালিত সকল প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হয়। ফলশ্রুতিতে ইসলামী ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

৪. ইসলামী পক্ষের শক্তিগুলোকে একত্র হতে সাহায্য করে। যা কোন ভাবেই সম্ভব হচ্ছিল না। এটাই সবচেয়ে বড় সাফল্য।

৫. শেষ পর্যন্ত মদ, মেয়ে নিয়ে নষ্ট চত্বরে পরিণত হয়।

৬. বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত চট্টগ্রামে ঢুকতে না পারা, আর বর্তমানে স্টেজ খুলে ফেলে শাহবাগ বন্ধ ঘোষণা করা।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File