বিনোদপুর গ্রামে ৬ষ্ঠ শ্রেণীতে পড়া দুই ভাইকে আটক করলেন সরকারী শান্তি বাহিনীর সদস্যরা!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১২ মার্চ, ২০১৩, ০৯:১১:৪৯ রাত
যেখানে আলেমরা লাথি খাচ্ছে সেখানে সাধারণ একজন বাবার গায়ে দুটি লাঠির বাড়ি মামুলি ব্যাপার!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর গ্রাম! সেখান থেকে ৬ষ্ঠ শ্রেণীতে পড়া দুই ভাইকে আজ আটক করলেন সরকারী শান্তি বাহিনীর সদস্যরা! বাবা পুলিশকে জিজ্ঞাসা করলেন স্যার আমার মাছুম শিশু বাচ্চাদেরকে কি দোষে আটক করছেন। সেই শান্তি সদস্য পুলিশ বাবার গায়ে আচ্ছা জোরে দুটি লাঠির বাড়ি দিয়ে তাকেও আটক করে নিয়ে গেলেন।
সরকারকে বলব জনগণের পাল্স বোঝার চেষ্টা করুন। জনগণকে ক্ষ্যাপাবেন না। তারাই কিন্তু আপনাকে ভোট দিয়েছিল। অন্যায়, অত্যাচার করে বেশী দিন টিকে থাকা যাবে না। সাবধান হোন।
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন