রাশেদ খান মেননকে বলছি! কত রক্ত হলে আপনার ফরজ গোসল কম্পিলিট হবে? সরকার রক্তের হোলি খেলা, গণহত্যা বন্ধ করুন!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ০১ মার্চ, ২০১৩, ০৪:০৩:৪৫ বিকাল
আপনি আর কত রক্ত চান! মির্জা ফকরুলের গণহত্যার জবাবে আপনি বলেছেন ১৯৭১ এ গণহত্যাকে উৎসাহিত করা! আপনার বিবেককে পরিশীলিত করা দরকার!! একটু দাদাদের দরবারে যেয়ে গঙ্গাস্নান করে আসুন দেখবেন পবিত্র হয়ে গেছেন!
রাশেদ খান মেনন নাস্তিককে বলছি! আপনি ২৮ অক্টোবরের লগি বৈঠার প্রেতাত্না! আবার ২৮শে ফেব্রুয়ারীর গণহত্যাকে অস্বীকার করছেন! কত রক্ত হলে আপনার ফরজ গোসল কম্পিলিট হবে? সরকার রক্তের হোলি খেলা, গণহত্যা বন্ধ করুন! তাহলে আপনারা লাশের গণতন্ত্রই বিশ্বাস করেন!! সাবধান হোন! জনগণের সঙ্গে প্রতারণা করবেন না!
জাতিকে বিভ্রান্ত করবেন না! বামদলের মধ্যে একক নির্বাচনে যাদের তকের কোঠায় ভোট যায় না তাদের এত আস্ফালন কেনো?
মুমিনদের মনে আঘাত দিবেন না।
কোরআনের দিকে আঙ্গুল তুলবেন না।
রাসূলের প্রেমিকদের গায়ে হাত তুলবেন না।
মানুষের দেশে মানুষকে বাস করতে দিন! পশুত্ব ত্যাগ করুন।
সারা দেশে মসজিদে তালা লাগানোর জন্য লীগের বা বামদের এদেশের মুসলিম জনগণ ভোট দেইনি।
মুমিন মারার জন্য লীগের বা বামদের এদেশের মুসলিম জনগণ ভোট দেইনি।
মসজিদ পোড়ানো জন্য লীগের বা বামদের এদেশের মুসলিম জনগণ ভোট দেইনি।
মানুষের বুকে গুলি চালানোর জন্য লীগের বা বামদের এদেশের মুসলিম জনগণ ভোট দেইনি।
গণহত্যার জন্য লীগের বা বামদের এদেশের মুসলিম জনগণ ভোট দেইনি।
১৯৭১ সালে যারা ভারতে যেয়ে মদ মেয়ে নিয়ে ফূর্তি করেছে তাদেরকে লিস্ট করে রাজাকার হিসাবে বিচার করতে হবে।
সরকার আগুন নিয়ে খেলবেন না।
মানুষের জীবন নিয়ে খেলবেন না।
সুতরাং গণতন্ত্রের জন্য গণতন্ত্র চালু করুন।
বিষয়: বিবিধ
১০৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন