ভারতীয় চা বাগানে খালেদার জন্ম-শেখ হাসিনা! কে কোথায় জন্মেছে তা ধাত্রীরাই বেশি খবর রাখেন! সুবহানাল্লাহ!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ৩০ নভেম্বর, ২০১৩, ০৭:৫৪:৩২ সন্ধ্যা



হে মহান নায়ক জিয়াউর রহমান তোমার পরিবারের সদস্যদেরকে আজ জন্ম সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। হে তারেক তোমাদের পরিবারটি সম্পর্কে আরো খোঁজ খবর নিতে হবে। চা বাগানের আবিষ্কার কি সত্য? তা জানতে হবে! জাতিকে জানাতে হবে। ধন্যবাদ।

আচ্ছা যদি প্রশ্ন করা হয় বেগম খালেদা জিয়া যে চা বাগানে জন্মেছিল সেখানে কি ধাত্রী হিসাবে শেখ হাসিনা ছিলেন কিনা? তিনি প্রায়েই বক্তব্যে চা বাগানের কথা বলেন! দেশের জনগণকে চা বাগানের সত্যতা সম্পর্কে জানানো প্রধান মন্ত্রী শেখ হাসিনার উচিত।

আচ্ছা যদি প্রশ্ন করা হয় শেখ হাসিনা এত বাগানের কথা বলেন কেনো? আগান বাগানের অসভ্যতার কথা তো সম্মানী মানুষ বলতে চায় না! তিনি তো এদেশের প্রধান মন্ত্রী? এতে উনার সম্মান বাড়ে না বরং কমে। তার মুখ দিয়ে সুন্দর কথাই মানায়। অনুরোধ করব প্রধানমন্ত্রী সুলভ কথা বলবেন।

আচ্ছা যদি প্রশ্ন করা হয় শেখ হাসিনা এত বাগানের কথা বলেন অথচ উনার অন্য কোন নেতা কখনও চা বাগানের কথা বলেন না, তাহলে সমস্যাটা কোথায়? অন্য নেতারা তাহলে সেই চা বাগানে যেতেন না হয়তো এমন হতে পারে ভারতীয় চা বাগানে শেখ হাসিনার পদচারণা একটু বেশীই ছিল তাই হয়তো বিষয়টি তিনি বেশি খোঁজ রাখেন।

আবার যদি প্রশ্ন করা হয় শেখ হাসিনা কি এই বাগানের কোন মালি ছিলেন কিনা?

আবার যদি প্রশ্ন করা হয় শেখ হাসিনা এই চা বাগানের মালিক ছিলেন কিনা?

আবার যদি প্রশ্ন করা হয় শেখ হাসিনা ভারতীয় চা বাগানের এত খোঁজ রাখেন আমাদের দেশের মানিক, পরিমলদের খোঁজ ছিল না কেনো?

বিষয়গুলি মাথার মধ্যে ঘুরপাক খেলে তাই প্রশ্ন করলাম!

খালেদা জিয়ার বাড়ি পাল্টানোর সময় বোতলের কথা সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন।

খালেদা জিয়াকে পাকিস্তানী সেনা বাহিনী কর্তৃক আটকে রাখার ঘটনাও শেখ হাসিনা বলেন।

সাধারণ একজন নাগরিক হিসাবে আমি মনে হয় বিষয়টি শেখ হাসিনার ভেবে দেখা উচিত। কেননা উনি দেশের প্রধান মন্ত্রী। উনার কাছ থেকে অনেক শেখার আছে। খালেদা জিয়াকে এভাবে কোনদিন কটাক্ষ করে শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ মুজিবের বিরুদ্ধে বলতে শুনিনি।

এমনকি মরহুম জিয়া সম্পর্কেও বেশ কটাক্ষ করে বলা হয়।

বিষয়: বিবিধ

২২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File