অত্যাচার নির্মমতা ডেকে আনে! মাননীয় প্রধানমন্ত্রী আপনার মনোকষ্ট আমরা বুঝি!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ২৬ নভেম্বর, ২০১৩, ০৮:৪৪:০৬ সকাল
আপনার এতরুপ! যেখানে যান তেমনি রুপ ধারণ করেন! সেলুকাস!
মাননীয় প্রধানমন্ত্রী এত অত্যাচার করবেন না। সিটি কর্পোরেশন নির্বাচনগুলিতে আপনি হেরে যেয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন যাতে যেন তেন নির্বাচন করে আবার ক্ষমতায় আসা যায়! ভারতীয় আগ্রাসী ইতিহাস কার না জানা আওয়ামীলীগকে বলব, ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাস সাক্ষী, প্রতিটা দেশ দখল করতে চাইলেই দখলবাজরা সর্বপ্রথম সেই দেশে নিজেদের পা চাটা একজন গাদ্দার নিয়োগ করে। যেমন ইংরেজরা সৃষ্টি করেছিলো মীর জাফরকে, তেমনি ভারতও একটি গাদ্দার নিয়োগ করেছিল সিকিমে। সেই গাদ্দারের নাম ছিল "লেনদুপ দর্জি"। সিকিম ন্যাশনাল কংগ্রেস নামে ভারতের সৃষ্টি করা একটি রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী ছিলো সে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি হয়তো কক্ষতার লোভে বুঝতে পারছেন না, এদেশ কিভাবে ভারতীয় আগ্রাসনবাদীরা ধীরে ধীরে দখল করছে। দেশ বঙ্গবন্ধুর ডাকে যেভাবে স্বাধীন হয়েছিল আপনার ক্ষমতালোভীর কারণে সেভাবে পরাধীন হতে সময় লাগবে না। সাবধান হোন! এরুপ করতে থাকলে আপনার নাম ইতিহাসে কয়লাক্ষরে লেখা থাকবে। দেশটাকে আমরা ভালবাসি! আপনি ভারতীয় গোলামীর কাছে মাথানত করবেন না! প্লিজ!
মাননীয় প্রধানমন্ত্রী আপনার ডাকে সাড়া দিয়ে ১৯৯৬ সালে রাজপথের লড়াকু ছিলাম। বিএনপির অনেক অত্যাচার হামলা মামলা সয়ে রাজপথে বিজয়ী হয়েছিলাম। আপনারে নিঃসন্দেহে মনে আছে সেই নিদারুন কষ্টের দিনগুলির কথা! খালেদার জিয়ার অত্যাচারের কথা। এবার আবার আপনার অত্যাচার সহ্য করতে হচ্ছে। আপনি রাজপথে থাকবেন, মিছিল করবেন, নৌকায় ভোট চাইবেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবেন, রাষ্ট্রীয় টাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন আর অপর পক্ষে বিরোধী দলকে মাঠে নামতে দিবেন না, প্রোগ্রামের অনুমতি দিবেন না, গুলি করে মানুষ মারবেন, লগি বৈঠা, রামদা, পিস্তল দিয়ে আপনি মানুষ মারবেন তা তো হয় না। সময় থাকতে সাবধান হোন। সেই পানি খাবেন কিন্তু পানি ঘোলা করে খাবেন এই যা পার্থক্য।
বিষয়: রাজনীতি
১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন