আগামী কাল বিকাল ৩টায় নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের শপথ! যারা শপথ নিবেন! সম্ভাব্য তালিকা!!!
লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ১৭ নভেম্বর, ২০১৩, ০৯:০৬:৩৮ রাত
নির্বাচন গণতান্ত্রিক
অধিকার
এর জন্য সরকার নানা কলাকৌশল
করছে।
সরকার চাচ্ছে নির্বাচনে কাউকে
না নেওয়া ।
তার পরেও তো নির্বাচন
হতে হবে।
তাই তালিকা দিলাম যারা নতুন ভাবে শপথ নিবে।
তবে যারা বর্তমান পদত্যাগী মন্ত্রী আছেন তারাও তো এখনও ক্ষমতা ছাড়ননি। তাহলে কি দুটি মন্ত্রী পরিষদ থাকবে?
১. আমিন হোসন আমু
২. রাশেদ থান মেনন
৩. মইনুদ্দীন খান বাদল
৪. আনিসুল ইসলাম মাহমুদ
আরও থাকতে পারেন
৫. রওশন এরশাদ
৬. রুহুল আমিন হাওলাদার
৭. জিয়াউদ্দীন বাবলু
৮. মুজিবুল হক চুন্নু
৯. সালমা ইসলাম
বিএনপি জামায়াতের কেহ থাকছে না। কেননা আওয়ামীলীগ চাচ্ছে তাদের ছাড়াই নির্বাচন করতে। তাহলে তারাই জয় পাবে।
আর যদি সবাই নির্বাচনে আসে তাহলে লীগের ভরাডুবি হওয়ার যথেষ্ট সম্ভবনা থাকবে।
বিষয়: রাজনীতি
১০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন